স্পোর্টস ডেস্ক
ঢাকা: সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে অংশ নিতে শুক্রবার ভুটানের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল। ৩০ সদস্যের এই দলটি নিয়ে আশাবাদী বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), যারা ইতোমধ্যে দলের প্রস্তুতি ও লক্ষ্য সম্পর্কে বিস্তারিত জানিয়েছে।
আসরে অংশ নিচ্ছে চারটি দেশ বাংলাদেশ, ভারত, নেপাল ও স্বাগতিক ভুটান। লিগ ভিত্তিক এই টুর্নামেন্টে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দলই হবে চ্যাম্পিয়ন। নিজেদের প্রথম ম্যাচে ২০ আগস্ট চাংলিমিথাং স্টেডিয়ামে স্বাগতিক ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ।
দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস বলেন, ‘আমরা ম্যাচ বাই ম্যাচ খেলতে চাই এবং আমাদের লক্ষ্য একটাই চ্যাম্পিয়ন হওয়া। দেশবাসীর কাছে অনুরোধ, আমাদের জন্য দোয়া করবেন।’
নারী উইং প্রধান মাহফুজা আক্তার কিরণ আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘দলে অভিজ্ঞ ও তরুণদের মিশেল রয়েছে। আমরা ধাপে ধাপে এগোতে চাই। টুর্নামেন্টে ভালো ফলাফল করে শিরোপা জয়ের লক্ষ্যেই আমাদের পরিকল্পনা।’
হেড কোচ মাহবুবুর রহমান লিটু বলেন, ‘আমাদের মেয়েরা নিজেদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত। সিনিয়র ও জুনিয়রদের সমন্বয়ে গড়া এই দলটি ফেডারেশনসহ দেশের মানুষের প্রত্যাশা পূরণে কাজ করবে।’
টুর্নামেন্টের সময়সূচি নিয়ে তিনি বলেন, ‘সাফ বা এএফসি যেকোনো আসরেই একদিন পরপর ম্যাচ হয়। এতে ক্লান্তি আসতেই পারে, তবে নিয়ম সবার জন্যই সমান। আমরা সেই অনুযায়ী প্রস্তুতি নিয়েছি।’
প্রস্তুতি ক্যাম্পে প্রধান দুই কোচ পিটার বাটলার ও মাহবুবুর রহমান লিটুর অনুপস্থিতিতে দলের দায়িত্ব সামলেছেন আবুল হোসেন। তিনি জানান, ‘বয়সভিত্তিক দল নিয়ে আমরা অনেক গুরুত্ব দিয়ে কাজ করছি। আশা করি মেয়েরা ভালো কিছু উপহার দেবে।’
এই টুর্নামেন্টের মাধ্যমে ভবিষ্যতের জাতীয় নারী দলের ভিত্তি তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দেশবাসীর দোয়ায় অনুপ্রাণিত হয়ে সাফল্যের পথে এগিয়ে যেতে চায় অর্পিতা ও তার দল।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0