বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

নেপালের জালে প্রথমার্ধে ২ গোল বাংলাদেশের

ম্যাচের শুরু থেকেই আক্রমণ চালায় বাংলাদেশ। নেপালও পাল্টা প্রতিরোধ করে।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: প্রথম ম্যাচেই নিজেদের শক্তির জানান দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শ্রীলঙ্কাকে ৯-১ গোলে উড়িয়ে দিয়েছে আফঈদা খন্দকাররা। আজ আরেক ফেভারিট নেপালের মুখোমুখি বাংলাদেশ। যেখানে প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশের মেয়েরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ চালায় বাংলাদেশ। নেপালও পাল্টা প্রতিরোধ করে। এরই মধ্যে ১৩ মিনিটে সিনহা শিখার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর ৩৭ মিনিটে শান্তির ক্রসে গোল করে ব্যবধান বাড়ান আগের ম্যাচে হ্যাটট্রিক করা সাগরিকা।

চার দলের এই রাউন্ড-রবিন ভিত্তিক আসরে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দু’বার করে খেলবে। মোট ছয় ম্যাচের এই লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে থাকলেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জিত হবে। প্রতিদ্বন্দ্বী চার দল—বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান। 

শক্তিমত্তার বিচারে স্বাগতিক বাংলাদেশই এবার ফেভারিট। গত বছর সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে ভারতকে সঙ্গে নিয়ে যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এবারের লক্ষ্য সেই শিরোপা ধরে রাখা। ঘরের মাঠে লাল-সবুজের দল সে লক্ষ্যেই এগোচ্ছে আত্মবিশ্বাসে ভর করে।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

সাকিবের রেকর্ড ভাঙলেন লিটন
৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৮:৩১ রাত
কিউবার অভিষেকের দিনে বেঞ্চে ফাহমিদুল
৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৭:২৮ বিকাল
২৫ বলে ৬০, বৃষ্টিতে খেলা বন্ধ
৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:৫০ বিকাল
সুখবর পেলেন দুই তারকা
৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:৩৬ বিকাল
Leave a Comment

Comments 0