বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ একটি মব রাষ্ট্রে পরিণত হয়েছে: ‎জাপা মহাসচিব

রোববার (১৩ জুলাই) বিকেলে রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবন স্কাই ভিউয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: খুবই দুঃখজনক, বাংলাদেশ একটি মব রাষ্ট্রে পরিণত হয়েছে উল্লেখ করে ‎জাতীয় পার্টির নবনিযুক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, বাংলাদেশ একটি স্যাটেলাইট কান্ট্রিতে পরিণত হচ্ছে যেখানে কোন ল' এর অনার নাই। বাংলাদেশ একটি ব্যানাডা কান্ট্রিতে পরিণত হচ্ছে যেখানে কোন নিয়ন্ত্রণ নাই।

রোববার (১৩ জুলাই) বিকেলে রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবন স্কাই ভিউয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

শামীম হায়দার পাটোয়ারী বলেন, এই সরকারের সাথে প্রশাসনের সমন্বয় দেখা যাচ্ছে না, সরকার নিয়ন্ত্রণ করতে পাচ্ছে না। মব ভার্সেস রাষ্ট্র, মব ভার্সেস সরকার। আমরা বারবার দেখছি দেশে মব জয়ী হচ্ছে এটি আমাদের জন্য লজ্জাজনক। এই মবের ঘটনায় দেশের ঐতিহ্য, সংস্কৃতি নষ্ট হয়ে যাচ্ছে৷ এই প্রেক্ষাপটে জাতীয় পার্টি জনস্বার্থে কথা বলে আসছে। এই সরকার ভুল পথে চলছে, সঠিক পথে চলতে পাচ্ছে না।

বর্তমান সরকারকে নিয়ে জাপার নবনিযুক্ত মহাসচিব ব্যারিস্টার পাটোয়ারী বলেন, সরকার লেভেল প্লেয়িং ফিল্ডে সন্তুষ্ট না। নির্বাচনের জন্য ১৭ লক্ষ্য প্রশাসনসহ সকল রাজনৈতিক দলের সাথে প্রাণচাঞ্চল্য ভূমিকা রাখা প্রয়োজন তা সরকার রাখেনি। সরকারের নির্বাচনমুখী কোন পদক্ষেপ না থাকার কারণে রাজনৈতিক দলগুলো হতাশ হয়ে পড়ছেন।

বাংলাদেশকে পরিচালানার জন্য জাপার শাসন ব্যবস্থা নিয়ে মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, জাতীয় পার্টি মানুষকে নিরাপত্তা দিতে পারবে। জাতীয় পার্টির সুশাসন দিতে পারবে। বাংলাদেশে ২২ লক্ষ নতুন চাকরি হারিয়ে গেছে। ২৮ লক্ষ লোক হতদরিদ্র হয়েছে। জাতীয় পার্টি এ বিষয়ে সঠিক দিক নির্দেশনা দিবে। এবং জাতীয় পার্টি কিভাবে মানুষ কর্মক্ষন হবে এবং চাকরি পাবে ও নিরাপদে থাকবে তার জন্য ব্যবস্থা নিশ্চিত করবে। সেই রাজনীতি জনগণের সামনে তুলে ধরব।

তিনি আরও বলেন, ১৪ থেকে ২৪ আমরা স্বাভাবিক গণতন্ত্র বলতে পারিনি। এই অস্বাভাবিক গণতন্ত্রে আমরা যে ভোটের ফলাফল করেছি তা টু রিফলেকশন না। আমরা অস্বীকার করি না আমাদেরও সিদ্ধান্তের কিছু ভুল ছিল। আমরা জনগণের হত্যাকাণ্ডে কখনো সায় দেইনি। কোন লাগ স্কেল দুর্নীতি করিনি। আমাদের কারো বিরুদ্ধে বড় কোন দুর্নীতির অভিযোগ নেই। কোন চাঁদাবাজিও আমরা করি নাই।

আগামীকাল ১৪ জুলাই প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, জাতীয় পার্টির কো চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এস এম ইয়াসিরসহ দলের বিভিন্ন নেতাকর্মীবৃন্দ।

বাংলাফ্লো/এনআর

Leave a Comment

Comments 0