মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

পাকিস্তানের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ

পাকিস্তানের নতুন অধিনায়ক সালমান আগা টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: লাহোরে প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের নতুন অধিনায়ক সালমান আগা টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশ করবে বোলিং। আমিরাত সফরে সিরিজ হারের পর পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ লিটন দাসের দলের।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস, তাওহীদ হৃদয়, শেখ মেহেদি হাসান, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।

পাকিস্তান একাদশ: ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, সালমান আগা, হাসান নাওয়াজ, শাদাব খান, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, হাসান আলি, হারিস রউফ ও আবরার আহমেদ।

বাংলাফ্লো/এসও

Leave a Comment

Comments 0