বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

এশিয়া কাপ নিয়ে এখনই ভাবতে নারাজ বাংলাদেশ কোচ

এশিয়া কাপের আসর বসতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: এশিয়া কাপের আসর বসতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। যা সেপ্টেম্বরের ৯ তারিখ থেকে মাঠে গড়াবে। সেই টুর্নামেন্টের আগে নিজেদের ঝালিয়ে নিতে আরেকটি প্রস্তুতি সিরিজ পাচ্ছে লিটন দাসের দল। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ দল।

তার আগে আজ শুক্রবার সংবাদ সম্মেলন করেন টাইগার কোচ ফিল সিমন্স। সেখানে তিনি জানিয়েছেন আপাতত চোখ কেবল নেদারল্যান্ডস সিরিজেই, ‘ফাইনালে যেতে হলে এর আগের ধাপগুলো তো পার করতে হবে। আমি এশিয়া কাপ নিয়ে ভাবছি না, এশিয়া কাপ আসবে এই সিরিজের পরে। এখন আন্তর্জাতিক একটি দলের বিপক্ষে আন্তর্জাতিক একটি সিরিজ খেলছি আমরা। এখন এই সিরিজ নিয়েই ভাবছি।’

আসন্ন সিরিজে কী করতে চাইবেন জানতে চাইলে সিমন্স বলেন, ‘শ্রীলঙ্কা সিরিজে যা করেছি তা চালিয়ে যেতে চাই। কিছুটা মিরপুর থেকেও নিতে চাই, তবে আমার মনে হয় না মিরপুরে উইকেট অত ভালো ছিল শ্রীলঙ্কার মত। তবে শ্রীলঙ্কায় যেমনটা করেছি সেটাই চালিয়ে যেতে চাইব সামনে।’

সাইফ হাসানকে কেমন দেখছেন সিমন্স ববললেন, ‘সবাই তাকে নির্বাচন করেছে। আমি নির্বাচন নিয়ে খুশি।’ পরে জাকের আলী, তানজিদ তামিম, পারভেজ ইমনরা পাওয়ার হিটিং নিয়ে কাজ করছে। জুলিয়ান উড আসার আগে এবং পরের তফাত কী?

সিমন্স বলেন, ‘আসলে আমরা এখনও এটা দেখতে পারিনি। সামনে দেখব আশা করি। কিছু প্লেয়াররা পাওয়ারহিটিং নিয়ে ট্রেনিংয়ে কাজ করেছে। মাঠে নামলে দেখা যাবে জুলিয়ান উডের টোটকায় কতটা কাজ হয়েছে।’

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0