বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

অমীমাংসিত ইস্যু সমাধানে আলোচনায় একমত বাংলাদেশ-পাকিস্তান

উভয় দেশই দীর্ঘদিনের সমস্যাগুলো পেছনে ফেলে এগিয়ে যেতে চায় বলে জানিয়েছেন দুই দেশের পররাষ্ট্রনীতির শীর্ষ পর্যায়ের নেতারা।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: অমীমাংসিত বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধান করে দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। উভয় দেশই দীর্ঘদিনের সমস্যাগুলো পেছনে ফেলে এগিয়ে যেতে চায় বলে জানিয়েছেন দুই দেশের পররাষ্ট্রনীতির শীর্ষ পর্যায়ের নেতারা।

রোববার (২৪ আগস্ট) রাজধানীতে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন তৌহিদ হোসেন।

তিনি বলেন, তিনি বলেন, এটা আশা করা ঠিক হবে না যে ৫৪ বছরের সমস্যা একদিনে সমাধান হয়ে যাবে। এটি ছিল গত ১২-১৩ বছর পর অনুষ্ঠিত প্রথম দ্বিপক্ষীয় বৈঠক, তাও আবার হিনা রব্বানী খার আমন্ত্রণে। এটি পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সফরও ছিল না। আমরা অমীমাংসিত ইস্যু, যেমন ’৭১-এর জন্য ক্ষমা চাওয়া বা দুঃখ প্রকাশ, পাওনা অ্যাসেট এবং আটকে পড়া পাকিস্তানি নাগরিকদের বিষয় উত্থাপন করেছি। এ বিষয়গুলোতে উভয় দেশ নিজ নিজ অবস্থান তুলে ধরেছে।

তিনি আরও বলেন, তবে উভয় দেশ এ ব্যাপারে একমত হয়েছে যে দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে ঐতিহাসিক বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। তিনি আরও বলেন, আমি আপনাদের এটুকু নিশ্চয়তা দিতে পারি, একটি বিষয়ে শুধু কথা হয়েছে, যেটা খানিকটা অগ্রগতি আপনারা মনে করতে পারেন। আমরা তিনটি বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছি। দুই পক্ষ একটি বিষয় ঠিক করেছি, এটা আমাদের সমাধান করতে হবে। দ্বিপাক্ষিক সম্পর্ককে যাতে খুব স্মুথলি এগোতে পারি, এজন্য এগুলো পেছনে ফেলতে হবে।

পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, দুই পক্ষ এ নিয়ে সম্মত হয়েছে। আমরা এ নিয়ে কথা বলব এবং চেষ্টা করব, এই ইস্যুগুলো যেন আগামীতে বা কোনো এক পর্যায়ে সমাধান করা যায়। আমরা এটা নিয়ে আলাদা করে এমনভাবে কথা বলব যাতে করে এই জিনিসগুলোকে পেছনে ফেলতে পারি। এ ছাড়া, আমরা পরস্পর নিজেদের অবস্থান ব্যক্ত করেছি।

বাংলাফ্লো/সিএস

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0