বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

নওগাঁ সীমান্তে ১৮ বাংলাদেশিকে ফেরত পাঠাল বিএসএফ

নারী ও শিশুসহ ১৮ বাংলাদেশিকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

জেলা প্রতিনিধি

নওঁগা: নওগাঁর ধামইরহাট ও সাপাহার সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৮ বাংলাদেশিকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। দীর্ঘদিন ভারতে অবস্থান করার পর শুক্রবার (৮ আগস্ট) ভোরে তাদের বাংলাদেশে পাঠানো হয়।

ভোররাতে ধামইরহাট উপজেলার কালুপাড়া সীমান্তের পিলার ২৭১/১ এস এবং সাপাহার উপজেলার বামনপাড়া বিওপির মেইন পিলার ২৪৬/২ এস এলাকা দিয়ে অনুপ্রবেশের সময় তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ধামইরহাট থেকে আটক ব্যক্তিরা হলেন—খুলনার বাদশা মিয়া (২০), ইমরান গাজী (৩৪), নাজমুল হাসান (২৪), শিশু মোছা. সুমা মোল্লা (৪), শিশু রায়হান মোল্লা (৪), নড়াইলের মোছা. নুপুর খানম (২২), শিশু মোছা. আশিকা খানম (৪), মোছা. মনিরা খাতুন (১৮), মোছা. রাবেয়া শেখ (২৮), বাবু শিকদার (১৭), প্রিয়া শিকদার (২৬), ফাতেমা শেখ (৭), মোছা. ববিতা শিকদার (৩৫) এবং যশোরের মোছা. দুলি বেগম (৪০)।

সাপাহার সীমান্ত থেকে আটক ব্যক্তিরা হলেন—নড়াইলের মোছা. হেনা খাতুন (৩৮), রূপালী (৩৫), তার মেয়ে চাঁদনী (৮) এবং ছেলে রমজান (২ বছর ৬ মাস)।

১৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, ভোরে কালুপাড়া বিওপির টহল দল বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ৫০ গজ ভেতরে সাতনাপাড়া আমবাগানে তাদের ঘোরাঘুরি করতে দেখে আটক করে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, কয়েক বছর আগে তারা সাতক্ষীরা ও বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। বোম্বাই শহরে চারজন পুরুষ রাজমিস্ত্রির কাজ করতেন এবং সাতজন নারী বাসাবাড়িতে কাজ করতেন। পরে ভারতীয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাদের আটক করে। সম্প্রতি ভারতের বালুরঘাট বিএসএফ ক্যাম্প থেকে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয়।

সাপাহারে আটক ব্যক্তিদের ক্ষেত্রেও একই ধরনের পরিস্থিতি দেখা গেছে। তারা কয়েক বছর আগে অবৈধভাবে মুম্বাইয়ে গিয়ে বাসাবাড়িতে কাজ করতেন। মুম্বাই পুলিশ তাদের আটক করে ‘চেকব্যাক’ প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গের ছত্রাহাটি বিএসএফ ক্যাম্পে পাঠায়। সেখান থেকে শুক্রবার ভোরে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেয় বিএসএফ।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাম জাফর বলেন, বিজিবি এখনো আটকদের থানায় হস্তান্তর করেনি। হস্তান্তরের পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সাপাহার থানার ওসি মো. আব্দুল আজিজ জানান, আটকদের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0