জেলা প্রতিনিধি
কুষ্টিয়া: অবৈধভাবে সীমান্তের শূন্যরেখা পেরিয়ে ভারতের ভেতরে প্রবেশ করার পর আটক এক বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (২২ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান।
আটক ব্যক্তির নাম ইকবাল হোসেন । তিনি মেহেরপুর জেলার গাংনী উপজেলার কুতুবপুর গ্রামের মো. জারাবাত হোসেনের ছেলে।
বিজিবি অধিনায়ক জানান, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের কাথুলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১৩২/১৫-আর-এর কাছে ইকবাল হোসেন ভৈরব নদীর শূন্যরেখা সাঁতরে পেরিয়ে প্রায় ১০০ গজ ভারতের ভেতরে প্রবেশ করেন। পরে কুতুবপুর মাঠ এলাকায় ঘাস কাটার সময় ৫৬ ব্যাটালিয়ন বিএসএফের তেইনপুর ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে।
ঘটনার পর কাথুলী কোম্পানি কমান্ডার দ্রুত বিএসএফের রাউথবাড়ী কোম্পানি কমান্ডারের সঙ্গে যোগাযোগ করে ইকবালের নিরাপত্তা নিশ্চিত করেন এবং ফেরতের ব্যাপারে আলোচনা করেন। বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তরে সম্মতি জানায়।
পরদিন শুক্রবার সীমান্ত পিলার ১৩৩/৩-এস-এর কাছে কাথুলী কোম্পানি কমান্ডার (৪৭ বিজিবি) ও বিএসএফের রাউথবাড়ী কোম্পানি কমান্ডারের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ইকবাল হোসেনকে সুস্থ অবস্থায় বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।
ফেরতপ্রাপ্ত ইকবাল হোসেনের বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করে তাকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0