বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

জামালপুর সীমান্তে ৭ জনকে পুশইন করল বিএসএফ

বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী চার নারীসহ সাতজনকে বাংলাদেশে পুশ-ইন করেছে।

ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি

জামালপুর: বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) চার নারীসহ সাতজনকে বাংলাদেশে পুশইন করেছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) ভোর ৫টার দিকে উপজেলার ২ নম্বর ওয়ার্ড সীমান্ত দিয়ে এ ঘটনা ঘটে।

পরে স্থানীয়দের সহায়তায় সকাল ৭টার দিকে বকশীগঞ্জ থানা পুলিশ ওই সাতজনকে আটক করে থানায় নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ।

আটক ব্যক্তিরা হলেন— বরগুনার পাথরঘাটা উপজেলার রুস্তম আলীর মেয়ে মায়া আক্তার (৩২), বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার কাশেম আলীর ছেলে এনায়েত খাঁ (৫৫), একই উপজেলার বেলায়েত খাঁ এর ছেলে মোহম্মদ ইসলাম (২২), ফরিদপুর জেলার মেহবুব আলীর ছেলে কোরবান আলী (২০), তার মা তাছলিমা বেগম (৫০) একই খুলনার খালিশপুর এলাকার সোহাগ মিয়ার ছেলে সুমি আক্তার (৩০), তার বোন রেমি আক্তার (২০)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সীমান্ত এলাকায় অপরিচিতভাবে ঘোরাঘুরি করতে দেখা গেলে স্থানীয়রা তাদের গতিবিধি সন্দেহজনক মনে করে আটক করে। পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।

ধানুয়া কামালপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মোতালেব মিয়া বলেন, “বিএসএফ ভোরে তাদের জোর করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। পরে আমরা গ্রামবাসীর সহায়তায় তাদের আটক করে পুলিশের হাতে তুলে দিই।”

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, “তাদের জিজ্ঞাসাবাদ চলছে। কেন ও কীভাবে তারা ভারতে গিয়েছিল এবং কীভাবে পুশ-ইন হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

বাংলাফ্লো/এসকে

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0