জেলা প্রতিনিধি
পঞ্চগড়: পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের সীমান্ত এলাকা দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ২৩ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (১৩ আগস্ট) দুপুরে বিজিবি তাদের পঞ্চগড় সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে। স্থানীয়দের সহযোগিতায় আটক এসব ব্যক্তির মধ্যে রয়েছেন ১৩ জন নারী, ৯ জন পুরুষ ও ১ জন শিশু।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে দীর্ঘদিন ধরে ভারতে অবস্থানরত এসব বাংলাদেশিকে ভারতীয় পুলিশ আটক করে বিএসএফের কাছে দেয়। পরে বিএসএফ বড়বাড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে তাদের পুশ ইন করে। হাড়িভাসা বাজার এলাকায় ১৮ জনকে স্থানীয় নিরাপত্তা প্রহরী ও গ্রাম পুলিশ আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে যান। এ ছাড়া জোতবাহাদিপাড়া এলাকা থেকে আরও পাঁচজনকে ইউপি সদস্য স্থানীয়দের সহযোগিতায় আটক করেন। পরবর্তীতে বিজিবি তাদের ঘাগড়া বিওপি ক্যাম্পে নিয়ে যায়। আটক ব্যক্তিরা সাতক্ষিরা, যশোর, নড়াইল ও লালমনিরহাট জেলার বাসিন্দা।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান বলেন, সীমান্ত দিয়ে পুশ ইন হওয়া ২৩ জনকে বিজিবি থানায় হস্তান্তর করেছে। তাদের পরিচয় যাচাই করা হচ্ছে এবং আপাতত স্বাস্থ্য পরীক্ষা ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে।
নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, পুশ ইন হওয়া ব্যক্তিদের আটকের পর থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ জিডির ভিত্তিতে তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে।
এর আগে, গত তিন মাসে ১১ দফায় পঞ্চগড়ের বিভিন্ন সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ মোট ১৬৬ জনকে জোরপূর্বক পুশ ইন করেছে বিএসএফ।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0