বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

মেহেরপুর সীমান্তে কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ

বিএসএফ সদস্যরা তাকে আটক করে বেধড়ক মারধর করে নিয়ে যায়। এখনো পর্যন্ত তাকে ফেরত দেয়নি তারা।

ফাইল ছবি

জেলা প্রতিনিধি

মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর সীমান্ত থেকে ইকবাল হোসেন (৪৫) নামে এক কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকালে ৫৬ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা তাকে আটক করে। তিনি কুতুবপুর গ্রামের মৃত জারাফত মণ্ডলের ছেলে।

ইকবালের স্ত্রী ফেরদৌসি আরা জানান, দুপুরে মাঠ থেকে ধান লাগানোর কাজ শেষে তিনি বাড়িতে আসেন। খাওয়া-দাওয়ার পর গরুর জন্য ঘাস কাটতে যান। ঘাস কাটার একপর্যায়ে ভারতীয় সীমানার ভেতরে ঢুকে পড়েন ইকবাল হোসেন। এসময় বিএসএফ সদস্যরা তাকে আটক করে বেধড়ক মারধর করে নিয়ে যায়। এখনো পর্যন্ত তাকে ফেরত দেয়নি তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, অনুপ্রবেশের অভিযোগে ইকবালকে আটক করে বিএসএফ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। বিজিবি পতাকা বৈঠকের ডাক দিলেও বিএসএফ কোনো সাড়া দেয়নি। শুক্রবার সকালে পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে। এতে ইকবালকে ফেরত পাওয়ার আশা করছে স্থানীয়রা।

কুষ্টিয়া ৪৭ বিজিবির আওতাধীন এই সীমান্ত এলাকা মেহেরপুরের কুতুবপুর।

বাংলাফ্লো/সিএস

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0