বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: ২০ বছর পর কারামুক্ত হয়ে ফিরে আসা বিএনপি নেতার সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আমেনা খাতুন (৪৫) নামে এক নেত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ জুলাই) দুপুর ২টার দিকে পাবনার ঈশ্বরদী পৌর শহরের পুরাতন বাস টার্মিনালে এ ঘটনা ঘটে।
মৃত আমেনা খাতুন সলিমপুর ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দাশুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন কারামুক্ত হয়ে এলাকায় ফিরে আসেন। তাকে বরণ করে নিতে বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে এক সংবর্ধনার আয়োজন করা হয়। আমেনা খাতুন নিজ নেতৃত্বে মিছিলসহ সেখানে উপস্থিত হন। প্রচণ্ড গরমে একপর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান এবং মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাফরুহা আক্তার বলেন, আমেনা খাতুনের নেতৃত্বে বিশাল মিছিল করে আমরা সংবর্ধনায় অংশ নিই। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় দ্রুত হাসপাতালে নেওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি।
এ ঘটনায় পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও শরিফুল ইসলাম তুহিন শোক প্রকাশ করেছেন।
বাংলাফ্লো/এসকে
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0