জেলা প্রতিনিধি
যশোর: যশোর-৬ (কেশবপুর) আসনসহ জেলার সব সংসদীয় আসনের বর্তমান সীমানা অক্ষুণ্ণ রেখে আগামী ফেব্রুয়ারির মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে যশোর জেলা নির্বাচন অফিস ঘেরাও করেছে কেশবপুর উপজেলা বিএনপি।
রবিবার (২৪ আগস্ট) বেলা ১১টার দিকে যশোর জেলা নির্বাচন অফিসারের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করে তারা। এতে কেশবপুরের বিপুলসংখ্যক সাধারণ ভোটারও অংশ নেন। পরে প্রধান নির্বাচন কমিশনার বরাবর একটি স্মারকলিপি জেলা নির্বাচন অফিসারের মাধ্যমে জমা দেওয়া হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ।
ঘেরাও চলাকালে বক্তারা বলেন, দীর্ঘদিনের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে জাতি একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার অপেক্ষায় রয়েছে। অথচ একটি চক্র নির্বাচনী প্রক্রিয়াকে বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
তারা অভিযোগ করেন, সুকৃতি কুমার মন্ডল নামে একজন ব্যক্তি ষড়যন্ত্রমূলকভাবে যশোর জেলার আসন পুনর্বিন্যাসের দাবিতে নির্বাচন কমিশনে আবেদন করেছেন।
বক্তারা বলেন, বিস্ময়ের বিষয় হলো, কমিশন সেই আবেদন আমলে নিয়ে যশোরের ছয়টি সংসদীয় আসন পুনর্বিন্যাসের ঘোষণা দিয়েছে, যা এলাকাবাসীর কাছে গ্রহণযোগ্য নয়। এই চক্রান্তের মাধ্যমে যশোরের মানুষের নির্বাচন সংস্কৃতি, ঐতিহ্য, পরিবেশ ও সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করা হচ্ছে। তাই এই ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0