বাংলাফ্লো জেলা প্রতিনিধি,
নোয়াখালী:নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নে বন্যার্ত, অসহায় ও ধর্মীয় প্রতিষ্ঠানের অনুদান আত্মসাৎ এবং প্রতারণার অভিযোগে মো. সাহাব উদ্দিন (৫০) নামের এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (১৮ জুলাই) রাতে উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বসু চৌকিদার বাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত সাহাব উদ্দিন ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা এবং তিনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন।
জানা গেছে, আমেরিকা প্রবাসী মো. আবদুর রব চলতি বছরের ১৫ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগের সচিব বরাবর যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে সাহাব উদ্দিনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, প্রবাসী মো. নুর নবীর সঙ্গে সাহাব উদ্দিনের দীর্ঘ ১৮ বছরের ব্যক্তিগত সম্পর্ক ছিল। সেই বিশ্বাসের সুবাদে নুর নবী নিজ এলাকা নোয়াখালীর দরিদ্র, অসহায় মানুষ এবং মসজিদ-মাদ্রাসার উন্নয়নে নিয়মিত অনুদান পাঠাতেন। তবে এসব টাকার প্রায় ৭০ শতাংশ আত্মসাৎ করে সাহাব উদ্দিন বাকি ৩০ শতাংশ দান করতেন বলে অভিযোগ।
এছাড়া ২০২২ সালে সাহাব উদ্দিনের অনুরোধে তার ছেলেকে আমেরিকায় নেওয়ার জন্য প্রবাসী নুর নবী প্রায় ৩০ লাখ টাকা ব্যয় করেন। এতে থাকা ভিসা, ভ্রমণ ও বৈধতার সব খরচ তিনি বহন করেন।
অভিযোগে আরও বলা হয়, ২০২০ সালে সাহাব উদ্দিন একটি বাড়ি কেনার পরামর্শ দিলে প্রবাসী আবদুর রব বাড়িটি ক্রয় করেন। পরে তিনি জানতে পারেন, বাড়ির প্রকৃত মূল্য গোপন রেখে সাহাব উদ্দিন প্রতারণার মাধ্যমে তার ৩০ লাখ টাকা আত্মসাৎ করেছেন।
এছাড়া ওই বাড়ির বিদ্যুৎ বিল বাবদ নেওয়া ৬০ হাজার টাকা পরিশোধ না করায় বিদ্যুৎ অফিস তার (আবদুর রবের) বিরুদ্ধে মামলা দায়ের করে, যা পরে আদালতের মাধ্যমে নিষ্পত্তি করতে হয়। একইভাবে বাড়ির দারোয়ানের মাসিক বেতন ১২ হাজার টাকা নির্ধারিত থাকলেও সাহাব উদ্দিন প্রতি মাসে মাত্র ৮ হাজার টাকা প্রদান করে বাকি টাকা নিজের কাছে রাখতেন বলেও অভিযোগ রয়েছে।
একইভাবে, এলাকার একটি মসজিদের উন্নয়নের জন্য পাঠানো দেড় লাখ টাকা, ২০২৪ সালের ফেনী ও নোয়াখালীর বন্যার্তদের জন্য পাঠানো চার লাখ টাকা এবং রোহিঙ্গাদের জন্য পাঠানো দুই লাখ টাকাও আত্মসাৎ করেছেন সাহাব উদ্দিন।
প্রবাসী আবদুর রব বলেন, “আমার বাড়ির পানি, বিদ্যুৎ, গ্যাস বিল এবং ভূমি উন্নয়ন করের নথিপত্রে সাহাব উদ্দিন নিজের নাম ও মোবাইল নম্বর ব্যবহার করে প্রতারণা করেছেন। এ পর্যন্ত তিনি অন্তত ৪৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন।”
তিনি আরও অভিযোগ করেন, “আমার বাড়ির মূল কাগজপত্র ফিরিয়ে না দিয়ে তিনি ভাড়াটে সন্ত্রাসীদের মাধ্যমে আমার কাছ থেকে চাঁদা দাবি করছেন এবং বাড়িটি দখলের চেষ্টা চালাচ্ছেন। আমি এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”এ বিষয়ে জানতে চাইলে সুধারাম মডেল থানার ওসি জানান, প্রতারণার অভিযোগে সাহাব উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে এবং মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0