বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

জামায়াতে ইসলামীর সমাবেশে বিএনপি আনুষ্ঠানিক দাওয়াত পায়নি: সালাউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে উদ্বৃত করে তিনি জানান, জামায়াতে ইসলামীর সমাবেশে বিএনপি আনুষ্ঠানিক দাওয়াত পায়নি।

ফাইল ছবি

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি।

শনিবার (১৯ জুলাই) বিকেলে বিএন‌পির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে বিএনপিকে দাওয়াত দেওয়া হয়নি। যে কারণে বিভিন্ন দলের নেতারা আমন্ত্রিত অতিথি হিসেবে ওই সমাবেশে অংশ নিলেও বিএনপির কোনো নেতা সেখানে যাননি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে উদ্বৃত করে তিনি জানান, জামায়াতে ইসলামীর সমাবেশে বিএনপি আনুষ্ঠানিক দাওয়াত পায়নি।

এই বিষয়ে জানতে চাইলে জামায়াতের না‌য়ে‌বে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তা‌হের জানান, পিআরের প‌ক্ষে থাকা দলগু‌লো‌কে কেবল এই জাতীয় সমাবেশে আমন্ত্রণ করা হ‌য়ে‌ছে।

সমাবেশে যেতে গণসংহতি আন্দোলনকে আমন্ত্রণ জানিয়েছে জামায়াত। সংহতির এক নেতা জানান, সমাবেশে তাদের কেউ যাবেন না।

দুপুর ২টা নাগাদ আনুষ্ঠানিকভাবে জামায়াতের সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। সমাবেশকে কেন্দ্র করে দলটির সাংস্কৃতিক উইং প্রচারণামূলক গান তৈরি করেছে। সমাবেশে লোক আনা-নেওয়ার জন্য ট্রেন ভাড়া করা হয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাস ভাড়া করেও আসছেন নেতাকর্মীরা।

বাংলাফ্লো/এনআর

Leave a Comment

Comments 0