বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতির অগ্রগতি ও কমিশনের পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির প্রতিনিধি দল। সোমবার (১৭ আগস্ট) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তার সঙ্গে রয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আগেই প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ বিষয়ে সিইসির কাছেও আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।
সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোটের সব ধরনের প্রস্তুতি শেষ করে নির্বাচনের দিন থেকে প্রায় দুই মাস আগে (ডিসেম্বরের প্রথমার্ধে) তফসিল ঘোষণা করা হবে। পাশাপাশি সার্বিক প্রস্তুতি ও বাস্তবায়ন সূচি তুলে ধরে শিগগির নির্বাচনী রোডম্যাপ ঘোষণার কথাও জানিয়েছে ইসি।
বৈঠকে যোগ দেওয়ার আগে সালাহ উদ্দিন আহমেদ বলেন, জাতীয় নির্বাচনের প্রস্তুতিসহ বিভিন্ন বিষয়ে আলাপ করতেই আমরা এখানে এসেছি। কমিশনের সংসদ নির্বাচন সংক্রান্ত কাজ-কর্মের বিষয়াদি সম্পর্কে আমরা অবহিত হতে চাই।
এমন প্রেক্ষাপটে বিএনপির প্রতিনিধি দল ইসি ভবনে এসে আলোচনায় বসে। বৈঠকে অংশ নিতে এসে নজরুল ইসলাম খান বলেন, নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতির বিষয় নিয়ে আলোচনা হবে। আমরা উনার কাছে সময় চেয়েছিলাম। সিইসি সময় দিয়েছেন। নির্বাচনকে সামনে রেখে ইসির অগ্রগতির বিষয়গুলো জানার চেষ্টা করব।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0