বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

চিকিৎসকদের প্রতি আসিফ নজরুলের মন্তব্যে বিএনপির নিন্দা

বিবৃতিতে ড্যাবের নেতারা উল্লেখ করেন, একজন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে এমন মন্তব্য অত্যন্ত দুঃখজনক। তারা বলেন, এটি শুধু চিকিৎসকদের মর্যাদাকেই খাটো করেনি, বরং পুরো স্বাস্থ্যখাতের প্রতি মানুষের আস্থাও ক্ষুণ্ন করেছে।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুলের চিকিৎসকদের নিয়ে দেওয়া এক মন্তব্যকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। সংগঠনটির নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ডা. হারুন অর রশীদ ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল রোববার (১৭ আগস্ট) এক যৌথ বিবৃতিতে বলেন, আসিফ নজরুল চিকিৎসকদের নিয়ে ‘অবমাননাকর’ বক্তব্য দিয়েছেন, যা পেশাদারিত্ব, মানবিকতা ও আত্মত্যাগকে প্রশ্নবিদ্ধ করে।

বিবৃতিতে ড্যাবের নেতারা উল্লেখ করেন, একজন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে এমন মন্তব্য অত্যন্ত দুঃখজনক। তারা বলেন, এটি শুধু চিকিৎসকদের মর্যাদাকেই খাটো করেনি, বরং পুরো স্বাস্থ্যখাতের প্রতি মানুষের আস্থাও ক্ষুণ্ন করেছে।

ড্যাব জানায়, দেশের চিকিৎসকরা সীমিত সুযোগ-সুবিধা ও যথাযথ বেতন-ভাতা না পেয়েও নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছেন। দুর্যোগ থেকে মহামারি পর্যন্ত—কোভিড-১৯ থেকে শুরু করে ডেঙ্গু পরিস্থিতিতে অনেক চিকিৎসক জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন, কেউ কেউ প্রাণও দিয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, গণঅভ্যুত্থানের সময়ও চিকিৎসকরা পুলিশের বাধা ও হয়রানির মধ্যেও আহত ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন। জীবন ও চাকরির ঝুঁকি নিয়ে তারা দায়িত্ব পালন করেছেন। সেই চিকিৎসকদের নিয়ে যদি কোনো উপদেষ্টা অপমানজনক মন্তব্য করেন, তবে তা মেনে নেওয়া যায় না।

ড্যাবের দাবি, গঠনমূলক সমালোচনা অবশ্যই গ্রহণযোগ্য, তবে তা হতে হবে তথ্যনির্ভর, দায়িত্বশীল ও সম্মানজনক। অন্যথায় তা পুরো চিকিৎসা পেশাকে আঘাত করে। তারা স্পষ্ট করে জানায়, ড. আসিফ নজরুলকে অবশ্যই তার মন্তব্যের ব্যাখ্যা দিতে হবে এবং দুঃখপ্রকাশ করে ক্ষমা চাইতে হবে, নইলে সংগঠন কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

বিবৃতিতে বলা হয়, “হাজারো সৎ ও নিবেদিতপ্রাণ চিকিৎসক প্রতিনিয়ত সেবা দিয়ে যাচ্ছেন। তাদের সম্মানহানিকর কোনো বক্তব্য মেনে নেওয়া হবে না।”

ড্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়, স্বাস্থ্যসেবার উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতার পক্ষে তারা সবসময় কাজ করবে। তবে চিকিৎসকদের মর্যাদা নিয়ে কোনো আপস করবে না। তরুণদের মধ্যে চিকিৎসা পেশা নিয়ে নেতিবাচক মনোভাব তৈরি হলে তা দেশের ভবিষ্যৎ স্বাস্থ্যখাতের জন্য হুমকিস্বরূপ হতে পারে বলেও সতর্ক করেছে সংগঠনটি।

শেষে ড্যাব আহ্বান জানায়, ড. আসিফ নজরুল যেন দ্রুত তার বক্তব্য প্রত্যাহার করে জনসমক্ষে ক্ষমা চান।

বাংলাফ্লো/সিএস

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0