মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

স্কুল কমিটি গঠন নিয়ে ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৫

ইসলামপুর হরিপুর কবি ফজের আলী মাধ্যমিক বিদ্যালয়ে পরিচালনা কমিটির সভা চলাকালে এ ঘটনা ঘটে। সংঘর্ষে জামায়াতের ৯ জন ও বিএনপির ৬ জন নেতাকর্মী আহত হন।

জেলা প্রতিনিধি

ঝিনাইদহ: স্কুল কমিটি গঠনকে কেন্দ্র করে ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে ইসলামপুর হরিপুর কবি ফজের আলী মাধ্যমিক বিদ্যালয়ে পরিচালনা কমিটির সভা চলাকালে এ ঘটনা ঘটে। সংঘর্ষে জামায়াতের ৯ জন ও বিএনপির ৬ জন নেতাকর্মী আহত হন। পরে আহতদের ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় আহত বিএনপি কর্মীরা হলেন—ইমাদুর রহমান, মাসুম, গোলাম মোস্তফা, সুমন, রেহানা খাতুন ও রহমতুল্লাহ। জামায়াতের আহতরা হলেন—জহুরুল ইসলাম, হুসাইন, মুজাব আলী, হাফিজুর রহমান, রূপচাঁদ আলী, ফয়জুল্লাহ, সলেমান মণ্ডল, তোতা মিয়া ও সফর আলী।

সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে আবারও উভয়পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারি শুরু হয়। এ সময় হাসপাতালের অন্যান্য রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ মোতায়েন করা হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, চার মাস আগে স্কুল কমিটি গঠন নিয়ে বিরোধ শুরু হয়। একটি পক্ষ গঠিত কমিটিকে স্বীকৃতি না দিয়ে বৃহস্পতিবারের সভায় হামলা চালায়। ঘটনায় এখনও কোনো পক্ষ মামলা দায়ের করেনি, তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0