স্পোর্টস ডেস্ক
ঢাকা: শনিবার বাফুফের চতুর্থ নির্বাহী সভা। সেই সভার আলোচ্যসূচি দিন চারেক আগে ঠিক হলেও ভেন্যু নির্ধারিত ছিল না। গতকাল বাফুফে সাধারণ সম্পাদক নির্বাহী কমিটির সকলকে চিঠির মাধ্যমে জানিয়েছেন পূর্বাচলের ডুমনি দি মেড ফার্মে সভা অনুষ্ঠিত হবে। এটি মূলত একটি অবকাশ যাপনের জন্য রিসোর্ট।
প্রথম তিন নির্বাহী সভা বাফুফে ভবনে অনুষ্ঠিত হয়েছিল। একটি জরুরি সভা হয়েছিল ফর্টিজ জলসিড়িতে। সেটা ছিল মূলত এশিয়ান ফুটসাল বাছাইয়ে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আনুষ্ঠানিক অনুমোদনের জন্য। পাশাপাশি ঐ দিন ইন্টার স্কুল সিটি টুর্নামেন্টের ফাইনালও ছিল জলসিড়িতে। পূর্বাচলে ফুটবলীয় তেমন কোনো কর্মকান্ডও নেই শনিবার দিন।
নির্বাহী সভা ফেডারেশনের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এখানে অনেক ফাইল-পত্র, বিষয়াদি উঠে থাকে। বাফুফে ভবনের বোর্ডরুমই সভার জন্য আদর্শস্থান। শনিবার চতুর্থ নির্বাহী সভায় দশটির বেশি আলোচ্যসূচি রয়েছে। এরপরও বাফুফে এবার সভার ভেন্যু হিসেবে রিসোর্ট বেছে নিয়েছে। বাফুফের নির্বাহী কমিটির অনেক কর্মকর্তা ভবনেই নির্বাহী কমিটির সভার ভেন্যু চাইলেও শেষ পর্যন্ত রিসোর্টে সভাস্থল ঠিক হয়েছে।
বার্ষিক সাধারণ সভায় প্রায় দুই শতাধিক লোকের সমাগম হয়। এজন্য হোটেল, রিসোর্টে এজিএম অনুষ্ঠিত হয়। ২১ জনের নির্বাহী কমিটির সভার জন্য ফেডারেশন ভবনই যথেষ্ট। সেখানে রিসোর্টে আয়োজন খানিকটা বিলাসিতাই। বাফুফের বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির সভাও এখন বিভিন্ন কমিটি চেয়ারম্যানের ব্যক্তিগত অফিস ও অন্যত্র হচ্ছে। ফুটবলাঙ্গনে অনেকেই টিপ্পনী কেটে বলছেন, কর্মকর্তারা এতই ব্যস্ত সভার জন্য ফেডারেশনের পরিবর্তে নিজের অফিসকেই বেছে নিচ্ছেন।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0