স্পোর্টস ডেস্ক
ঢাকা: মাস দুয়েক আগে বিসিবির নতুন সভাপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন আমিনুল ইসলাম বুলবুল। দায়িত্ব নেওয়ার পর থেকে বেশ ব্যস্ত সময়ই কাটাচ্ছেন। বোর্ড পরিচালকদের নিয়ে একাধিক সভা করেছেন। ক্রিকেটকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন।
বিসিবি সভাপতির পরিবার আগে থেকেই অস্ট্রেলিয়াতে আছেন। সর্বশেষ ঈদুল আজহার পর আর পরিবারের কাছে যাননি বুলবুল৷ বুধবার (৩০ জুলাই) দুপুরে আবারও তিনি পরিবারের কাছে যাচ্ছেন।
জানা গিয়েছে, দিন পনেরো সেখানে অবসর কাটাবেন বুলবুল। এরপর আবারও ফিরে আসবেন দেশে। এদিকে আগামী সপ্তাহের শেষ দিক থেকে মাঠের অনুশীলনে নামতে যাচ্ছে বাংলাদেশ দল।
প্রধান কোচ ফিল সিমন্স অবশ্য দেশে ফিরবেন দলীয় অনুশীলন শুরুর আরও কিছুদিন পরে। তবে নতুন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের দেশে আসার কথা রয়েছে আগেই। সবকিছু ঠিক থাকলে ২১ দিন জাতীয় দলের সঙ্গে কাজ করবেন৷ এ ছাড়া একজন মনোবিদেরও কাজ করার কথা রয়েছে।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0