বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

এশিয়া কাপের আগে ক্রিকেটারদের সঙ্গে বিসিবির গুরুত্বপূর্ণ বৈঠক

সকাল ১০টায় বৈঠক শুরু হওয়ার কথা থাকলেও অনেক খেলোয়াড় ও কর্মকর্তা নির্ধারিত সময়ের কিছুটা পরে বৈঠককক্ষে প্রবেশ করেন।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: রাজধানীর পাঁচতারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে সকাল থেকেই সরগরম পরিবেশ। জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজসহ বেশ কয়েকজন খেলোয়াড়ের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে হোটেল প্রাঙ্গণ।

শুধু ক্রিকেটাররাই নন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বিসিবির শীর্ষ কর্মকর্তারাও হাজির সেখানে। সকাল ১০টায় বৈঠক শুরু হওয়ার কথা থাকলেও অনেক খেলোয়াড় ও কর্মকর্তা নির্ধারিত সময়ের কিছুটা পরে বৈঠককক্ষে প্রবেশ করেন।

বৈঠকে বিসিবির পরিকল্পনা, ক্রিকেটারদের প্রস্তুতি এবং সামনে ব্যস্ত সূচি নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে। বিশেষ করে আসন্ন নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপকে সামনে রেখে দলের কৌশল, খেলোয়াড়দের ফিটনেস, টিম কম্বিনেশন এবং সামগ্রিক প্রস্তুতিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।

নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজকে প্রস্তুতির বড় সুযোগ হিসেবে দেখছে টিম ম্যানেজমেন্ট। এরপরই এশিয়া কাপ, যেখানে বাংলাদেশের লক্ষ্য শিরোপার দৌড়ে শক্ত অবস্থান তৈরি করা। তাই আজকের বৈঠককে যথেষ্ট তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ক্রিকেটাররাও আশাবাদী, এই বৈঠকের মাধ্যমে তাদের মতামত ও চাহিদা বোর্ডের কাছে পরিষ্কারভাবে তুলে ধরা সম্ভব হবে, যা আসন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় বড় ভূমিকা রাখবে।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0