বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

এশিয়া কাপের আগে ভারতীয় অ্যানালিস্টকে নিয়োগ দিলো বিসিবি

২০২৬ সালের ৩১ জুলাই পর্যন্ত অক্ষয়ের সঙ্গে চুক্তি করেছে বোর্ড।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: বাংলাদেশ দল এই মুহূর্তে অবস্থান করছে সিলেটের মাটিতে। সেখানে আসন্ন নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ এবং এশিয়া কাপের আগে শেষ সময়ের প্রস্তুতি সারছেন ক্রিকেটাররা। আর এই দুই সিরিজের আগে টিম ম্যানেজমেন্টে পরিবর্তন আনলো বাংলাদেশ।

ভারতের অক্ষয় হিরামেথকে কম্পিউটার অ্যানালিস্ট হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। গেল ২১ আগস্ট দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি।

এর আগে অবশ্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খণ্ডকালীন পারফরম্যান্স এনালিস্ট হিসেবে ওয়েস্ট ইন্ডিজ সফরে ছিলেন তিনি। এবার পেলেন এক বছরের দায়িত্ব।

২০২৬ সালের ৩১ জুলাই পর্যন্ত অক্ষয়ের সঙ্গে চুক্তি করেছে বোর্ড। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র।

১৫ হাজার ডলারে বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন অক্ষয়। সবমিলিয়ে বিসিবির থেকে বছরে তিন কিস্তিতে বেতন নেবেন অক্ষয়। এর আগে বিপিএলে ফরচুন বরিশালের হয়ে অ্যানালিস্টের কাজ করেছিলেন অক্ষয়।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0