স্পোর্টস ডেস্ক
ঢাকা: এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে গেল ৬ আগস্ট শুরু হয়েছিল বাংলাদেশ দলের বিশেষ ফিটনেস ক্যাম্প। ঢাকায় স্কিল অনুশীলন শেষে বাংলাদেশ দলের ক্রিকেটাররা এখন সিলেটের মাটিতে আসন্ন নেদারল্যান্ডস সিরিজের প্রস্তুতি নিচ্ছেন। তবে ঢাকা ছাড়ার আগে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে বৈঠকে বসেছিলেন মিরাজ-শান্তরা।
যে প্রোগ্রামের নাম দেওয়া হয়েছিল ‘শেয়ার এবং কেয়ার’। সেদিন ক্রিকেটারদের কথা শুনেছিলেন সবাই। ক্রিকেটাররাও শুনেছিলেন বোর্ড সভাপতি এবং পরিচালকদের কথা। এবার একই ধরণের বৈঠক হতে পারে বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিট নিয়েও। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে তাদের সঙ্গে বসতে পারেন বিসিবি সভাপতি।
এ ছাড়া অনূর্ধ্ব ১৯ দলের ক্রিকেটারদের সঙ্গেও বসার কথা শোনা গিয়েছিল তবে সেটির দিনক্ষণ নিয়ে নিশ্চিত করে জানা যায়নি। ধারণা করা হচ্ছে, ইংল্যান্ড সফরের আগেই হতে পারে বৈঠকটি। এদিকে আগামী মাসে ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ নারী দল।
বর্তমানে বিকেএসপিতে তিন দলীয় অনুশীলন ম্যাচ খেলছে নিগার সুলতানা জ্যোতিরা। টুর্নামেন্ট শেষ হবে আগামী ২৮ আগস্ট। এরপরই বিসিবি সভাপতি বুলবুল নারী ক্রিকেটারদের সঙ্গে বসবেন। এদিকে দিন দুয়েক আগেই সভাপতি জানিয়েছিলেন প্রতি তিন মাস পরপর হবে এমন বৈঠক।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0