বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ নেতার পদত্যাগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ব্যক্তিগত কারণ দেখিয়ে আওয়ামী লীগের এক নেতা দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি

গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ব্যক্তিগত কারণ দেখিয়ে আওয়ামী লীগের এক নেতা দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। এ জন্য তিনি বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

পদত্যাগকারী নেতা মো. রহমান শিকদার (৫০)। তিনি চর গোপালপুর গ্রামের মৃত সুলতান শিকদারের ছেলে এবং টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতা বলেন, গত ৫ বছর ধরে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। তবে বর্তমানে শারীরিক অসুস্থতা ও ব্যক্তিগত কারণে সাংগঠনিক দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। তাই স্বেচ্ছায় পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। শীঘ্রই লিখিতভাবে পদত্যাগপত্র জমা দেব।

এ সময় টুঙ্গিপাড়া উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0