বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

রাবাদার তোপে দুইশ’র পরই অলআউট অজিরা

প্রোটিয়াদের ধসিয়ে দিতে রাবাদা ১৫.৪ ওভার বোলিং করে ৫১ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম ইনিংসে দুর্দান্ত বোলিং করেছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসু রাবাদা। তাকে সঙ্গ দেন আরেক পেসার মার্কো ইয়ানসেন। তাদের তোপের মুখে স্টিভ স্মিথ ও বাও ওয়েবস্টার রুখে দাঁড়িয়েছিলেন। ওই প্রতিরোধ ভেঙে গত আসরের টেস্ট চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ২১২ রানে অলআউট করেছে প্রোটিয়ারা।

বুধবার লর্ডসের ফাইনালে টস জিতে বোলিং নেয় দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। ১৬ রানে ওপেনার উসমান খাজা ও তিনে নামা ক্যামেরুন গ্রিনকে হারায় অজিরা। ৬৭ রানে ৪ উইকেট হারায় অস্ট্রেলিয়া। ফিরে যান মার্নাস লাবুশানে (১৭) ও ট্রাভিস হেড (১১)।

স্মিথ ও ওয়েবস্টার সেখান থেকে ৭৯ রানের জুটি গড়েন। চারে নেমে অভিজ্ঞ স্মিথ খেলেন ১১২ বলে ৬৬ রানের ইনিংস। ১০টি চার মারেন তিনি। দলের ১৪৬ রানে ফিরে যান স্মিথ। ওয়েবস্টার দলের পক্ষে সর্বাধিক ৭২ রান করেন। তিনি ১১টি চার মারেন। অ্যালেক্স কেরি ২৩ রান করে আউট হন।

প্রোটিয়াদের ধসিয়ে দিতে রাবাদা ১৫.৪ ওভার বোলিং করে ৫১ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন। ইয়ানসেন ১৪ ওভারে ৪৯ রান দিয়ে নেন ৩ উইকেট। মাহরেজ ও মার্করাম একটি করে উইকেট নেন। দিনের শেষ সেশনে ব্যাট করতে নেমেছে দক্ষিণ আফ্রিকা।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0