বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যকরী কমিটি ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে হত্যাকাণ্ডকে শুধু বাংলাদেশের ইতিহাসের শোকের দিন হিসেবে নয়, বরং আধুনিক বিশ্ব রাজনীতির একটি কালো অধ্যায় হিসেবে চিহ্নিত করেছে।
বৃহস্পতিবার ১৪ আগস্ট বিকেলে প্রকাশিত এক বিবৃতিতে দলটি বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানায়। এতে বলা হয়, “বঙ্গবন্ধু-বাংলাদেশ-বাঙালি এক, অভিন্ন ও অবিচ্ছেদ্য সত্তা।”
জাসদ আরও উল্লেখ করেছে, বঙ্গবন্ধু কোনও দল বা পরিবারের সম্পত্তি নয়; তিনি বাঙালি জাতির অবিসংবাদিত নেতা এবং স্বাধীন বাংলাদেশের স্থপতি ও প্রতিষ্ঠাতা। ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন ও বঙ্গবন্ধু জাদুঘর কেবল বঙ্গবন্ধুর বাড়ি নয়, স্বাধীন বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। তাই ইতিহাস পুড়িয়ে বা ভাস্কর্য ও ম্যুরাল ধ্বংস করে, ১৫ আগস্টের শোক দিবস পালনের মাধ্যমে বাঙালির হৃদয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা ম্লান করা যাবে না।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0