জেলা প্রতিনিধি
চট্টগ্রাম: গভীর রাতে ঝটিকা মিছিল থেকে চট্টগ্রাম নগরের বন্দর থানা পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি যুবলীগ নেতা শাকিলকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৬ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের চন্দনাইশ থেকে তাকে আটক করা হয়। পরবর্তীতে নগরীর বন্দর খালপাড় এলাকা থেকে হামলায় ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, পুলিশের কাজে বাধা দেওয়া এবং পুলিশকে আঘাত করার ঘটনায় প্রধান আসামি সন্ত্রাসী শাকিলকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এর আগে গত সোমবার (১১ আগস্ট) রাতে বন্দর থানার সল্টগোলা ক্রসিং ঈশান মিস্ত্রিঘাট খালপাড় এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ১০-১২ জন যুবক তাদের ধাওয়া করে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও এসআই আবু সাঈদ রানা মাটিতে পড়ে যান। পরে ধারালো অস্ত্র দিয়ে তার মাথা, গলা, হাত ও পেটে উপর্যুপরি আঘাত করে হামলাকারীরা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অস্ত্র ও সন্ত্রাস দমন আইনে দুটি পৃথক মামলা দায়ের করে। এখন পর্যন্ত এই মামলায় মোট ৩১ জনকে গ্রেফতারের তথ্য জানিয়েছে পুলিশ।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0