মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

নুরের ওপর হামলা সুগভীর চক্রান্ত ও ষড়যন্ত্রের অংশ: অ্যাটর্নি জেনারেল

ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি,

ঝিনাইদহ: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা সুগভীর চক্রান্ত ও ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

এসময় অ্যাটর্নি জেনারেল বলেন, ১৯৮২ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত বাংলাদেশের মানুষের রক্তের সঙ্গে বেঈমানি করেছে এবং রক্ত নিয়ে খেলেছে ‘জাতীয় পার্টি’।

তিনি আরও বলেন, জাতীয় পার্টি জুলাই বিপ্লবে আওয়ামী লীগের সহযোগিতা করে তাদের সেই পুরোনো ইতিহাস উন্মোচন করেছে। সুতরাং নুরের ওপর হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এটি একটি সুগভীর চক্রান্ত ও ষড়যন্ত্রের অংশ। তাই (জাতীয় পার্টি) নিষিদ্ধ করার দাবি উঠেছে। এ বিষয়ে আইনগত দিক যাচাইবাছাই করে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

এর আগে, সকাল ১০টায় ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের পাশে টেলিভিশন সেন্টার পাড়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করেন অ্যাটর্নি জেনারেল। এরপর শহরের সরকারি কেশবচন্দ্র (কেসি) মহাবিদ্যালয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাফ্লো/এনআর

Leave a Comment

Comments 0