স্পোর্টস ডেস্ক
ঢাকা: আসন্ন এশিয়া কাপ ২০২৫-এ পূর্ণ শক্তির দল নিয়ে অংশ নেবে আফগানিস্তান। রোববার (২৪ আগস্ট) আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) টুর্নামেন্টের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে।
চোট ও অনুপস্থিতির কারণে চলতি বছরের শুরুতে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে না পারা মুজিব উর রহমান এবং আল্লাহ গজনফর ফিরেছেন দলে। তারা যোগ দিচ্ছেন স্পিন আক্রমণে, যেখানে নেতৃত্ব দেবেন অধিনায়ক রশিদ খান এবং অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী।
ব্যাটিংয়ে আবারও ফিরেছেন ইব্রাহিম জাদরান, তবে জায়গা হারিয়েছেন হযরতুল্লাহ জাজাই।
দলের ব্যাটিং নির্ভর করবে দারউইশ রাসুলি ও সেদিকুল্লাহ আতাল-এর ওপর। উইকেটকিপার-ব্যাটার হিসেবে রয়েছেন রহমানউল্লাহ গুরবাজ এবং মোহাম্মদ ইসহাক।
অভিজ্ঞ নবীর সঙ্গে অলরাউন্ডার বিভাগে আছেন আজমাতউল্লাহ ওমরজাই, করিম জানাত এবং গুলবাদিন নাইব—যারা দীর্ঘদিন ধরেই আফগানিস্তানের মূল শক্তি।
পেস আক্রমণ নেতৃত্ব দেবেন বাঁহাতি পেসার ফজলহক ফারুকি। তার সঙ্গী হিসেবে রয়েছেন নবীন উল হক ও ফরিদ আহমদ মালিক। তবে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেওয়া নবীনের জন্য এটি হবে ২০২৫ সালে আফগানিস্তানের হয়ে প্রথম ম্যাচ খেলার সুযোগ।
দলে রাখা হয়েছে তিন রিজার্ভ ক্রিকেটারকে—ওয়াফিউল্লাহ তারাখাইল, নাঙ্গিয়াল খারোতে এবং আবদুল্লাহ আহমাদজাই।
এশিয়া কাপ শুরুর আগে আফগানিস্তান একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।
আফগানিস্তান তাদের এশিয়া কাপ অভিযান শুরু করবে ৯ সেপ্টেম্বর, টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে হংকংয়ের বিপক্ষে।
এশিয়া কাপের আফগানিস্তান দল: রশিদ খান (অধিনায়ক), রহমতুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, দারউইশ রাসুলি, সেদিকুল্লাহ আতাল, আজমাতুল্লাহ ওমরজাই, করিম জানাত, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, শরাফুদ্দিন আশরাফ, মোহাম্মদ ইসহাক, মুজিব উর রহমান, এএম গজনফর, নূর আহমাদ, ফরিদ আহমেদ, নাভিন উল হক, ফজলহক ফারুকি।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0