স্পোর্টস ডেস্ক
ঢাকা: ২০২৫-২৬ ইংলিশ প্রিমিয়ার লিগে কেমন করবে দলগুলো। এ ব্যাপারে ভবিষ্যদ্বাণী করেছে একটি সুপারকম্পিউটার। জানিয়েছে, ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহাম নতুন মৌসুমেও বিপর্যয়ের সম্মুখীন হবে।
কম্পিউটার হিসাব করে দেখিয়েছে, গতবারের চ্যাম্পিয়ন লিভারপুলের শিরোপা ধরে রাখার সম্ভাবনা রয়েছে শতকরা ২৮.৫ ভাগ। গত মৌসুমে কাছাকাছি গিয়ে শিরোপা হাতছাড়া করা আর্সেনালের শেষ হাসি হাসার সম্ভাবনা এবার ২৪.৩ শতাংশ।
ম্যানইউ আসন্ন মৌসুমেও ফ্লপ করবে। কম্পিউটারের গণনা অনুযায়ী, এবার লিগ টেবিলে তাদের স্থান হবে বারোতম। শীর্ষ চারে ম্যানইউর জায়গা করে নেওয়ার সম্ভাবনা মাত্র ২.৭ শতাংশ। টটেনহাম মৌসুম শেষ করতে পারে ১৪তম স্থানে থেকে। সোজাকথা, আর্সেনালকে এবারও হতাশ হতে হবে। ম্যানইউর আরেকটি ব্যর্থ মৌসুম কাটবে এবং টটেনহাম আরও নিচের দিকে যাবে।
আগামী ১৬ আগস্ট বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল ও বোর্নমাউথ ম্যাচ দিয়ে শুরু হবে ২০২৫-২৬ এর নতুন ফুটবল মৌসুম। আর্সেনালের প্রথম ম্যাচ ১৭ আগস্ট ম্যানইউর বিপক্ষে। একই দিন চেলসি মোকাবিলা করবে ক্রিস্টাল প্যালেসের। উদ্বোধনী দিনের শেষ ম্যাচে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। তাদের প্রথম প্রতিপক্ষ উলভস।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0