মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

বিসিবির কোচিং কোর্সে অংশ নিল সেনা-নৌ-বিমান বাহিনীর প্রতিনিধি দল

বিভিন্ন বাহিনী ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত এই কোর্সে অংশ নেন প্রায় ২৮ জন।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজিত কোচিং কর্মশালায় প্রথমবারের মতো অংশ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীসহ ৬ বাহিনীর প্রতিনিধি দল। 

শুক্রবার (১ আগস্ট) থেকে শুরু হওয়া এই তিনদিনের লেভেল-এ কোচিং কর্মশালার আয়োজন করে বিসিবির গেম ডেভেলপমেন্ট ইউনিট।

বিভিন্ন বাহিনী ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত এই কোর্সে অংশ নেন প্রায় ২৮ জন। তাদের মধ্যে ছিলেন সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, আনসার ও একাধিক পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি।

বিসিবির গেম ডেভেলপমেন্ট ইউনিটের একজন কর্মকর্তা বলেন, “বিশ্ববিদ্যালয়গুলোর ক্রীড়া বিভাগ থাকলেও অনেকেরই ক্রিকেট কোচিংয়ের আনুষ্ঠানিক কোনো অভিজ্ঞতা নেই। এই কর্মশালার উদ্দেশ্য—তাদের আনুষ্ঠানিক কোচিং কাঠামোর সঙ্গে যুক্ত করা। ”

তিনি আরও জানান, “আনসার বর্তমানে নারী ক্রিকেট লিগে অংশ নিচ্ছে, পুলিশ দলও খেলে। সেনাবাহিনী ও নৌবাহিনীও সাম্প্রতিক সময়ে যুক্ত হয়েছে। তাই যারা এসব দল পরিচালনা করেন, তাদের প্রাথমিক কোচিং জ্ঞান থাকা জরুরি। ”

এই কোর্স ছিল মূলত ক্রিকেটের মৌলিক বিষয়ভিত্তিক একটি প্রশিক্ষণ, যা অংশগ্রহণকারীদের খেলাটি আরও ভালোভাবে বোঝাতে সহায়তা করবে। ভবিষ্যতে তাদের জন্য ‘লেভেল-১’ কোর্স আয়োজনের সম্ভাবনার কথাও জানান কর্মকর্তারা, যদিও তা এখনই হচ্ছে না।

সেনাবাহিনীর পক্ষে একজন মেজর ও দুইজন ওয়ারেন্ট অফিসার অংশ নেন। বিমান বাহিনীর প্রতিনিধি ছিলেন তিনজন, নৌবাহিনী থেকে একজন, পুলিশ থেকে তিনজন এবং আনসার থেকে ছিলেন দুইজন। বাকিরা ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বকারী প্রশিক্ষণার্থী।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0