স্পোর্টস ডেস্ক
ঢাকা: ঘরের মাঠ আর্জেন্টিনায় জাতীয় দলের জার্সিতে আনুষ্ঠানিকভাবে শেষ ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। ২০২৬ বিশ্বকাপে খেলবেন কিনা এমন প্রশ্নে সোজাসাপ্টা উত্তর দেননি তিনি। বলেছেন- এখন তার যে বয়স। শরীর যেভাবে চলছে, যেকোন দিন শেষ ঘোষণা করে দিতে পারেন, এমনটা ধরে নেওয়াই ভালো।
আর্জেন্টিনার ভক্তদের মতো মেসির কাছে একটা প্রশ্নের উত্তর বারবার জানতে চেয়েছে মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামির কর্তৃপক্ষ। প্রশ্নটি হলো- চলতি মৌসুমে চুক্তি শেষ হওয়ার পর নতুন করে ক্লাবের সঙ্গে চুক্তি করবেন তো?
মেসির উত্তর হলো- তিনি ইন্টার মায়ামির সঙ্গে থাকবেন। সংবাদ মাধ্যম ইএসপিএন এই তথ্য জানিয়ে লিখেছে, মেসির তিন সন্তান এবং স্ত্রী অ্যান্তোনেল্লা রোকুজ্জে মায়ামিতে খুব ভালোভাবে মানিয়ে নিয়েছেন। যে কারণে মেসি ইন্টার মায়ামির সঙ্গে শুধু বিশ্বকাপের বছর নয় বরং একাধিক বছরের নতুন চুক্তি করতে যাচ্ছেন।
সংবাদ মাধ্যম গোল জানিয়েছে, মায়ামির সঙ্গে মেসি তিন বছরের নতুন চুক্তি করতে যাচ্ছেন মেসি। মেজর লিগ কর্তৃপক্ষকে সব কাগজপত্র প্রস্তুত করে পাঠিয়েও দিয়েছে মায়ামি। শুধু অনুমোদনের অপেক্ষা। তবে একটা প্রশ্নও রাখা হয়েছে। তিন বছরের চুক্তিতে থাকতে পারে একাধিক শর্ত। যার মধ্যে মেসি খেলা ছেড়ে ক্লাবের সঙ্গে অন্য কোন ভূমিকায়ও কাজ শুরু করতে পারেন।
বিশ্বকাপের আগে মায়ামির সঙ্গে মেসির তিন বছরের চুক্তির বিষয়টি আর্জেন্টিনার ভক্তদের জন্য দারুণ সুখবর। কারণ মেসির লম্বা চুক্তির অর্থ হচ্ছে তিনি শুধু বিশ্বকাপ পর্যন্ত নয় এরপরও খেলে যেতে চান।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0