শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

মোহামেডানকে  ৪-১ গোলে হারিয়ে চ্যালেঞ্জ কাপ জিতল বসুন্ধরা কিংস

ফাইনালে মোহামেডানকে ৪-১ গোলে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা নিজেদের করে নিয়েছে বসুন্ধরা কিংস।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: কয়েকদিনের টানা বৃষ্টির কারণে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের মাঠ ছিল ভেজা ও খেলোয়াড়দের জন্য চ্যালেঞ্জিং। মূলত মাঠ প্রস্তুতির দায়িত্ব ছিল স্বাগতিক মোহামেডানের, তবে শেষ মুহূর্ত পর্যন্ত মাঠকে খেলার উপযোগী করতে তৎপর ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও বসুন্ধরা কিংসের কর্মকর্তারা।

মাঠের অসুবিধা সত্ত্বেও বসুন্ধরা কিংসের দাপট বজায় থাকল। কুমিল্লার ভাষাসৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ২০২৫-২৬ মৌসুমের ফুটবল শুরু হয়েছে বাংলাদেশ চ্যালেঞ্জ কাপ দিয়ে। ফাইনালে মোহামেডানকে ৪-১ গোলে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা নিজেদের করে নিয়েছে বসুন্ধরা কিংস।

ম্যাচের শুরুতেই লিড নেন বসুন্ধরার ব্রাজিলিয়ান ডরিয়েলটন। ৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন তিনি। তবে ১৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে উজবেকিস্তানের মুজাফফরভ মোহামেডানকে সমতায় ফেরান।

প্রথমার্ধে হলুদ কার্ড দেখেছিলেন কিংসের সোহেল রানা। ৬৩ মিনিটে মাঝমাঠে মিনহাজুল রাকিবকে ফাউল করে তিনি দ্বিতীয় হলুদ কার্ড (লাল কার্ড) দেখে মাঠ ছাড়েন। একজন কম খেলোয়াড় থাকা সত্ত্বেও ম্যাচের নিয়ন্ত্রণ ছিলো কিংসের কাছেই।

৬৬ মিনিটে ডরিয়েলটনের হেড শট মোহামেডানের গোলরক্ষক সুজন ফিরিয়ে দিলেও পরের আক্রমণ থেকে রাফায়েল ব্যবধান বাড়ান। ৭৪ মিনিটে ডরিয়েলটনের পাস থেকে গোল করে এমানুয়েল সানডে দলকে এগিয়ে নেন। ৮৬ মিনিটে ডরিয়েলটন নিজের দ্বিতীয় গোল করে লিড আরও দৃঢ় করেন। শেষ পর্যন্ত মোহামেডানকে ৪-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যালেঞ্জ কাপের শিরোপা ঘরে নিয়ে আসে বসুন্ধরা কিংস।

বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0