জেলা প্রতিনিধি
ফেনী: ফেনী পুলিশ লাইন্সে সহকর্মীর বঁটির কোপে গুরুতর আহত হয়েছেন রহমত আলী (৫৪) নামে এক আনসার সদস্য। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুরে পুলিশ লাইন্স মেসে এ ঘটনা ঘটে। ঘটনার পর আহত আনসারকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আটক আলী মনোয়ার চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার পাইকপাড়া এলাকার মৃত মোজায়েরের ছেলে। আহত রহমত আলী খুলনার ভাটিয়াঘাটা এলাকার মৃত সৈয়দ এমদাদ আলীর ছেলে।
পুলিশ সূত্র জানিয়েছে, বিশেষ আনসারের দুই সদস্য ফেনী পুলিশ লাইন্সে দায়িত্ব পালন করছিলেন। দুপুরে খাবারের সময় মেসে কথা কাটাকাটির এক পর্যায়ে আলী মনোয়ার, মেসে তরকারি কাটার জন্য রাখা বঁটি দিয়ে রহমত আলীকে কুপিয়ে জখম করেন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে ফেনী জেনারেল হাসপাতাল ও পরে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। ঘটনার পরপরই অভিযুক্তকে আটক করে পুলিশ।
এ ঘটনায় পুলিশ লাইন্স মেস ম্যানেজার নায়েক সুব্রত দাস বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা করেন। মামলায় আলী মনোয়ারকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ সামসুজ্জামান বলেন, আহত আনসার সদস্য বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় হামলাকারী আনসার সদস্যকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0