বাংলাফ্লো প্রতিনিধি,
ঢাকা: বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, বিমানের টিকিট কেন্দ্রিক নৈরাজ্য চলছে। এই বিষয়ে তিনি বলেন, বিমান টিকিট বিক্রিতে অনিয়ম বন্ধে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে সরকার।
সোমবার (২৫ আগস্ট) সচিবালয়ে বিমানের টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
পর্যটন উপদেষ্টা বলেন, বিমানের টিকিট নৈরাজ্যকে সরকার গুরুত্বের সাথে দেখছে। এ সমস্যা গোড়া থেকে ধরা হবে। টিকিটের অরাজকতা রোধে সম্মিলিতভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
এ সময় বিমান ও পর্যটন সচিব নাসরীন জাহান বলেন, বিমানের টিকিট নিয়ে নৈরাজ্য ঠেকাতে ট্রাভেল এজেন্সি ও সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিদের সাথে বৈঠক করা হচ্ছে। বিমানের টিকিট নিয়ে ফ্লাইট এক্সপার্ট এজেন্সির অর্থ আত্মসাতের ঘটনা তদন্ত চলছে। প্রতিষ্ঠানটির মালিকসহ সংশ্লিষ্টদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
এছাড়াও, লাইসেন্সবিহীন ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দেয়া হয়েছে বলে জানান বিমান ও পর্যটন সচিব।
বাংলাফ্লো/এনআর
Comments 0