বাংলাফ্লো প্রতিনিধি,
ঢাকা: রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের সংলাপের ২১তম দিন আজ। এদিনের আলোচনার বিষয়ের মধ্যে আছে তত্ত্বাবধায়ক সরকার, সংসদে নারী প্রতিনিধিত্ব, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান। চলতি মাসের মধ্যেই জাতীয় ঐকমত্যের বিষয়ে যেসব ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে একমত সৃষ্টি হবে, সেগুলোর চূড়ান্ত রূপ নির্ধারণের কথা জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।
মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের সংলাপ শুরুর আগে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
এ সময় আলী রীয়াজ বলেন, খসড়া দেওয়া হয়েছে। আজ কিংবা কাল প্রাথমিক পর্যায়ের ঐকমত্যের খসড়া দলগুলোর কাছে পৌঁছে দেওয়া হবে। ৩১ জুলাইয়ের মধ্যে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একমত হবে, সেগুলোর চূড়ান্ত রূপরেখা তৈরি করা হবে।
সকালে শুরু হওয়া এই সংলাপে তত্ত্বাবধায়ক সরকারের নিয়োগ ও গঠন কাঠামো এবং নারী প্রতিনিধিত্বের বিষয়টি আলোচনার কেন্দ্রে ছিল। এ ছাড়া যেসব ইস্যু এখনও অমীমাংসিত রয়ে গেছে, সেগুলোর ব্যাপারেও আজকের আলোচনায় জায়গা পেয়েছে বলে জানা গেছে।
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি বলেন, রাষ্ট্র কাঠামোর ২০টি মৌলিক সংস্কারের প্রস্তাবনার মধ্যে ইতোমধ্যে ১২টির বিষয়ে নোট অব ডিসেন্টসহ রাজনৈতিক দলগুলোর মধ্যে একমত তৈরি হয়েছে। বাকি কয়েকটি বিষয়ে আংশিক একমত হওয়া গেছে। দ্বিতীয় পর্যায়ের সংলাপ শেষে আগামীকাল (৩০ জুলাই) দুপুরের মধ্যে এসব বিষয়ে অংশগ্রহণকারী দলগুলোকে চূড়ান্ত মতামত দিতে হবে।
আজ আলোচনায় অংশ নেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টিসহ প্রায় ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা।
বাংলাফ্লো/এনআর
Comments 0