বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

রাজনীতি করবেন এমন উপদেষ্টাদের পদত্যাগ করা উচিত: আসিফ মাহমুদ

পদত্যাগ করে এনসিপিতে যোগ দেবো কি না তা ঠিক হয়নি এখনো।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, সরকারের উপদেষ্টাদের মধ্যে যারা ভবিষ্যতে রাজনীতিতে অংশ নিতে চান, তাদের নির্বাচনের তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করা উচিত। তিনি নিজেও রাজনীতি করার ইচ্ছার কথা জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। আসিফ মাহমুদ বলেন, শুধু পরিচিতির কারণে আমার বা মাহফুজ ভাই কিংবা ছাত্র উপদেষ্টাদের নামই অনেকেই বলেন। কিন্তু এই সরকারে আরও অনেকে আছেন, যাদের পূর্ববর্তী রাজনৈতিক পরিচয় রয়েছে, এখনো থাকতে পারে এবং ভবিষ্যতেও তারা রাজনীতি বা নির্বাচন করবেন।

তিনি বলেন, সরকারের বিভিন্ন জায়গায় হয়তো আরও অনেকেই আছেন। আমার মনে হয়, সবারই তফসিল ঘোষণার আগে পদত্যাগ করা উচিত।

আসিফ মাহমুদ আরও বলেন, “আমি নিজে পদত্যাগ করব, কারণ আমি রাজনীতি করব। তবে নির্বাচন করবো কিনা এখনো ঠিক হয়নি।” তিনি যোগ করেন, “পদত্যাগ করে এনসিপিতে যোগ দেবো কি না তা ঠিক হয়নি এখনো।”

বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0