বাংলাফ্লো প্রতিনিধি,
ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকার নিঃসন্দেহে একটি নিরপেক্ষ সরকার উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের উপদেষ্টারা হাঁসের মাংস যেকোনো জায়গায় খেতে পারবেন, কিন্তু সাধারণ মানুষ সেটা খেতে পারছে না। কর্মসংস্থান সৃষ্টি ছাড়া সঙ্কট কাটবে না।
রোববার (২৪ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে রিকশা ও ভ্যানচালকদের মধ্যে রেইনকোট বিতরণ করে জিয়া পরিষদ।
দেশের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে রিজভী বলেন, “সরকার আন্তরিকভাবে চেষ্টা করলেও এখনো মানুষের জীবনযাত্রায় স্বস্তি ফেরেনি। মুদ্রাস্ফীতি কমলেও নিত্যপণ্যের দাম কমছে না, কর্মসংস্থান বাড়ছে না। একের পর এক শিল্প-কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। কর্মসংস্থান না থাকলে দুর্ভিক্ষের আশঙ্কা তৈরি হয়।”
এসময় ফ্যাসিস্ট শেখ হাসিনার বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, শেখ হাসিনা কতটা দ্বিচারী হতে পারেন— তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে আন্দোলন করে ক্ষমতায় এসে তিনি নিজেই সেই ব্যবস্থা বাতিল করেছেন। তার কোনো ওয়াদা বা অঙ্গীকার নেই।
সংবিধান ও আইনি সংস্কারের প্রসঙ্গে বলেন, “সংবিধান সংশোধনের দায়িত্ব নির্বাচিত সংসদের। কিন্তু শেখ হাসিনার শাসনামলে দেখা গেছে প্রধান বিচারপতির সঙ্গে মতবিরোধ হলে তাকেও জোরপূর্বক দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। সেই রকম বৈশিষ্ট্য আবার কেন থাকবে?”
রিজভী দাবি করেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের মাধ্যমেই জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এরপর জনগণের স্বার্থে প্রয়োজন হলে সংবিধান সংশোধন করবে নতুন সংসদ।
কিন্তু আগে থেকেই গণভোটের কথা বলে বা একপক্ষীয় অবস্থান নিয়ে তালগাছ আমার বলে চিৎকার করার কোনো অর্থ নেই বলে উল্লেখ করেন তিনি।
বাংলাফ্লো/এনআর
Comments 0