মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

প্রধান বিচারপতির সঙ্গে ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বৈঠকে দুই দেশের বিচারিক সহযোগিতা ও মানবাধিকার বিষয়ে পারস্পরিক আগ্রহের বিষয়গুলো আলোচনায় উঠে আসে।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। বৈঠকে দুই দেশের বিচারিক সহযোগিতা ও মানবাধিকার বিষয়ে পারস্পরিক আগ্রহের বিষয়গুলো আলোচনায় উঠে আসে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর আড়াইটা থেকে প্রায় ২০ মিনিট প্রধান বিচারপতির হেয়ার রোডের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্বিপক্ষীয় বিচারিক সহযোগিতা, মানবাধিকার সংরক্ষণ এবং আইনের শাসন সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

এর আগে গত ১২ আগস্ট রাজধানীর গুলশানে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন।

সূত্র মতে, বাংলাদেশে রাষ্ট্র সংস্কারের প্রস্তুতি, আসন্ন জাতীয় নির্বাচন, ঐকমত্য কমিশনের সঙ্গে জাতীয় সনদসহ বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর চলমান সংলাপের অগ্রগতি ও পরবর্তী পরিকল্পনা নিয়ে মার্কিন কূটনীতিকদের সঙ্গে আলী রীয়াজের কথা হয়। এর আগের দিন গত সোমবার ট্রেসি অ্যান জ্যাকবসন জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বৈঠক করেন।

বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0