জেলা প্রতিনিধি
পটুয়াখালী: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ১৪ কর্মকর্তার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নিয়োগসংক্রান্ত সব নথিপত্র চেয়ে চিঠি দিয়েছে সংস্থাটি।
চিঠিতে আগামী ৪ সেপ্টেম্বরের মধ্যে এসব কাগজপত্র জমা দিতে অনুরোধ করা হয়েছে। তদন্তের অংশ হিসেবে নিয়োগপ্রাপ্ত পদগুলোর প্রশাসনিক অনুমোদন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ছাড়পত্র, আবেদনকারীদের তালিকা এবং বাছাই/নির্বাচনী কমিটির তথ্য জমা দিতে বলা হয়েছে।
যেসব কর্মকর্তার নিয়োগের নথি চাওয়া হয়েছে, তাঁরা হলেন—ডেপুটি রেজিস্ট্রার তাজবির হোসেন সুমন, সহকারী রেজিস্ট্রার এ্যানি চক্রবর্তী, উপপরিচালক বেল্লাল হোসেন, সহকারী পরিচালক রাশেদুল করিম, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক তুহিন সিকদার, উপ পরিচালক রাজিব মিয়া, প্রকিউরমেন্ট অফিসার মশিউর রহমান, ডেপুটি লাইব্রেরিয়ান ইলিয়াছ, ডেভেলপমেন্ট অফিসার মেহেদী হাসান, সহকারী পরিচালক নাদিমুজ্জামান, ডকুমেন্টেশন অফিসার আখিনুর বেগম, সহকারী পরিচালক আবু সায়েম, টেকনিক্যাল অফিসার মাধব চন্দ্র দাস এবং উপপরিচালক (অডিট) মনিরুজ্জামান খান।
রোববার দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক তানভীর আহমেদ স্বাক্ষরিত এক পত্রে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
এ বিষয়ে পবিপ্রবির রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন বলেন, “দুদকের চাওয়া নথি প্রস্তুত করা হচ্ছে। তবে অনেক তথ্য একসঙ্গে চাওয়ায় সময় বাড়ানোর আবেদন করা হয়েছে।”
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0