বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

প্রেমিকাকে দেওয়া এক ফোনকলেই খরচ ৩৭ হাজার টাকা!

সম্প্রতি নিজেদের সে সময়ের গল্প জানিয়েছেন হরভজন নিজেই।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: গীতা বসরার সঙ্গে হরভজন সিংয়ের প্রথম আলাপ ২০০৭ সালে। সে বছর ইংল্যান্ড সফরে গিয়েছিল ভারতীয় দল। এক বন্ধুর দেওয়া পার্টিতে গিয়ে গীতার সঙ্গে হরভজনের আলাপ হয়। শুরুটা হয় বন্ধুত্ব দিয়ে। এর এক বছর পরে ২০০৮ সালে ভারতীয় দলের শ্রীলঙ্কা সফরের সময় সম্পর্কের শুরু। সম্প্রতি নিজেদের সে সময়ের গল্প জানিয়েছেন হরভজন নিজেই।

একদম শুরুর দিকে মোবাইলে ফোন এলেই বিল উঠত। টাকা বাঁচিয়ে বার্তা পৌঁছে দেওয়ার কৌশল ছিল ‘মিসড কল’। হরভজন-গীতার সম্পর্ক শুরু সেই জমানার পর। তবে তাদের কাছে আসার পেছনে আছে ফোন কলই। বলা যায় মোবাইলে গল্প করতে করতেই প্রেমে পড়েন দুজন। আর কথা বলার বিল ছিল চোখ কপালে ওঠার মতো।

প্রথম আলাপের দিনই দু’জনে ফোন নম্বর দেওয়া-নেওয়া সেরে ফেলেছিলেন। তখন শুধুই বন্ধুর বন্ধু হিসাবে পরিচয়। প্রথম দিকে মাঝেমধ্যে কথা হত। মেসেজ চালাচালি হত। ক্রমশ ফোনে তাঁদের কথা বলার সময় বৃদ্ধি পেতে শুরু করে। পরস্পরের প্রতি আগ্রহ তৈরি হয়।

২০০৮-এ শ্রীলঙ্কা সফরে সিরিজ জয়ের অন্যতম নায়ক ছিলেন হরভজন। সতীর্থেরা যখন উচ্ছ্বাসে মেতেছিলেন, সে সময় হরভজন ফোন করেন গীতাকে। ভাল লেগে যাওয়া বন্ধুর সঙ্গে আনন্দের মুহূর্ত ভাগ করে নিতে চেয়েছিলেন সাবেক এই অফ স্পিনার। বলিউড অভিনেত্রী তখন ছিলেন লন্ডনে। দীর্ঘ সময় কথা হয় দু’জনের। কথায় কথায় সম্পর্কের দিকে পা বাড়ান তারা।

কলম্বো-লন্ডন, কয়েক ঘণ্টার সেই আলাপে বিল হয়েছিল প্রায় ২৭ হাজার রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩৭ হাজার টাকার বেশি)। হরভজন জানিয়েছেন, সেই ফোনালাপই তাদের সম্পর্ককে আরও কাছাকাছি নিয়ে যায়। কয়েক বছর প্রেমের পর ২০১৫ সালের ২৯ অক্টোবর হরভজন এবং গীতার বিয়ে হয়। পাঞ্জাবের রীতি অনুযায়ী হয় অনুষ্ঠান।

গীতা এখন চলচ্চিত্র জগত থেকে দূরে। অবসর নেওয়ার পর হরভজনকে দেখা যায় ধারাভাষ্যকার হিসাবে। রাজনীতিতেও যোগ দিয়েছেন তিনি। এই দম্পতির দুটি সন্তান রয়েছে। মেয়ের নাম হিনায়া হীর প্লাহা, আর ছেলের নাম জোভান বীর সিং প্লাহা।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0