বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

১৮ তম জন্মদিনে রাজকীয় উদযাপন! ২০০ অতিথি নিয়ে ইয়ামালের পার্টি

রোববার (১৩ জুলাই) ১৮ বছরে পা রাখলেন ইয়ামাল।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: বার্সেলোনার বিস্ময়বালক লামিন ইয়ামাল তার ১৮তম জন্মদিনটি রূপকথার মতোই উদযাপন করলেন। ২০০ অতিথি আর তারকাখচিত পারফরম্যান্সে জমকালো এই পার্টিতে ছিলেন ক্লাব সতীর্থরাও।

রোববার (১৩ জুলাই) ১৮ বছরে পা রাখলেন ইয়ামাল। এই মাইলফলক তার জীবনে শুধু বয়সের নয়, বরং ক্যারিয়ারেও নতুন অধ্যায়ের সূচনা। কারণ, এখন তিনি বার্সেলোনার সঙ্গে সেই বহুল প্রতীক্ষিত বড় চুক্তিতে স্বাক্ষর করতে পারবেন, যা অনেক দিন ধরেই আলোচনায় ছিল। সেইসঙ্গে, কিংবদন্তি লিওনেল মেসির পর এই প্রতিভাবান ফরোয়ার্ডই গায়ে তুলতে যাচ্ছেন ঐতিহাসিক ১০ নম্বর জার্সি।

তবে চুক্তির আগে নিজের বিশেষ দিনটি উদযাপনে কোনো কৃপণতা দেখাননি ইয়ামাল। প্রথম পর্বে পরিবারের ২০ জন ঘনিষ্ঠ সদস্য এবং কয়েকজন বন্ধুকে নিয়ে গারাফের 'লা কুপুলা' রেস্টুরেন্টে খানাপিনা চলে। রাতে, পার্টির আসল পর্বে মঞ্চ সরিয়ে নেয় এক প্রাসাদোপম প্রাইভেট এস্টেটে।

বৃষ্টির কারণে কিছুটা দেরি হলেও, শেষ পর্যন্ত অনুষ্ঠানে যোগ দেন ২০০ জন অতিথি। বার্সেলোনা দলের সতীর্থ পাও ভিক্টর, রাফিনিয়া, রবার্ট লেভানডভস্কি, পাও কুবারসি এবং মার্ক কাসাদোসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। স্পেন জাতীয় দলের কয়েকজন তারকাও নিমন্ত্রিত ছিলেন, যদিও নিকো উইলিয়ামসের দেখা মেলেনি।

বিশেষ চমক হিসেবে উপস্থিত ছিলেন লাতিন মিউজিক তারকা ওজুনা এবং স্প্যানিশ সেনসেশন ব্যাড গিয়াল। এছাড়া কেভেদোও পারফর্ম করেন, যা পুরো অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে। ইয়ামাল মধ্যরাতের কেক কাটার ঐতিহ্যও পালন করেছেন, মোমবাতি নেভানোর সেই মুহূর্তে তার চোখে ছিল ভবিষ্যতের স্বপ্ন।

ছুটি ও উৎসবমুখর গ্রীষ্ম শেষে ইয়ামাল এখন মনোযোগ দিচ্ছেন নতুন মৌসুমের প্রস্তুতিতে। ২০২৫-২৬ মৌসুমে বার্সেলোনার হয়ে শিরোপা রক্ষার পাশাপাশি স্পেনের হয়ে বিশ্বকাপ মঞ্চে আলো ছড়ানোর বড় চ্যালেঞ্জও তার সামনে।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0