আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: ইসরায়েলি হামলায় সর্বশেষ ২৪ ঘণ্টার তথ্য অনুযায়ী ফিলিস্তিনের গাজায় অন্তত ৯৪ জন নিহত এবং সাড়ে তিনশ জন আহত হয়েছেন। ফলে, অবরুদ্ধ উপত্যকাটিতে মৃতের সংখ্যা ৫৮ হাজার ৭০০ জনের কাছে পৌঁছালো। তুরস্ক ভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি তাদের বৃহস্পতিবারের (১৭ জুলাই) প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় গাজা জুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় ৯৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই একই সময় হামলায় আরও ৩৬৭ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। এতে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় এক লাখ ৩৯ হাজার ৯৭৪ জনে।
ওই বিবৃতিতে আরও জানানো হয়, হামলায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক মানুষ আটকা পড়ে আছেন।উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না বলে হতাহতের প্রকৃত সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে, ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে ২৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ৩২ জনের বেশি আহত হয়েছেন। গত ২৭ মে থেকে এখন পর্যন্ত এই ধরনের ঘটনায় মোট ৮৭৭ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচ হাজার ৬৬৬ জন।
সূত্র: বার্তাসংস্থা আনাদোলু
বাংলাফ্লো/আফি
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0