সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

পঞ্চগড়ে কবর খুঁড়ে ৫ কঙ্কাল চুরি

বাবার কবর জিয়ারত করতে গেলে পুরাতন খোঁড়া কবর ও ছড়িয়ে-ছিটিয়ে থাকা মাটি দেখতে পান। বিষয়টি জানাজানি হলে মৃত ব্যক্তিদের স্বজনেরা ছুটে আসে।

ফাইল ছবি

বাংলাফ্লো প্রতিনিধি

পঞ্চগড়: পঞ্চগড় পৌর এলাকার কাগজিয়াপাড়া গোরস্থানে কবর খুঁড়ে পাঁচটি কঙ্কাল চুরি হয়েছে। রোববার দিনগত রাতের কোনো এক সময় কঙ্কালগুলো চুরি হলেও সোমবার সকালে স্থানীয়দের চোখে পড়ে।চ

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সকালে তেলিপাড়া গ্রামের আব্দুল কাদের তার বাবার কবর জিয়ারত করতে গেলে পুরাতন খোঁড়া কবর ও ছড়িয়ে-ছিটিয়ে থাকা মাটি দেখতে পান। বিষয়টি জানাজানি হলে মৃত ব্যক্তিদের স্বজনেরা ছুটে আসে।

কঙ্কাল চুরি যাওয়া কবরের মৃত ব্যক্তিরা হলো– ২০২৪ সালে মারা যাওয়া তসিরুল আলম (৭৫), চার বছর আগে মারা যাওয়া রাইয়ান আজমি বিজয় (১৫), দুই বছর আগে মারা যাওয়া হামিদা বেগম (৭০) ও এক বছর আগে মারা যাওয়া আব্দুস সাত্তার (৭০)।

পৌরসভার তেলিপাড়া গ্রামের আব্দুল কাদের বলেন, ‘আমি প্রতিদিন সকালে বাবার কবর জিয়ারত করতে গোরস্থানে যাই। সোমবার সকালে এসে ৫টি কবরের মাটি খোঁড়া দেখে গোরস্তান কমিটি ও স্থানীয়দের জানাই।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্য পাঠিয়েছি।

বিষয়টি পুলিশের তদন্তাধীন রয়েছে এবং যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও ওসি আব্দুল্লা হিল জামান জানান।

বাংলাফ্লো/আফি

Leave a Comment

Comments 0