জেলা প্রতিনিধি
শেরপুর: শ্রীবরদীতে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান ভস্মীভূত হয়েছে। সোমবার (৩০ জুন) ভোরে উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঝগড়ারচর বাজারে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হচ্ছেন মেসার্স মুরাদ স্টোরের মালিক মো. মুরাদুজ্জামান, মেসার্স অনু এন্টারপ্রাইজের মালিক চৈতন্য মোদক ও শিহাব স্টোরের মালিক মনিরুজ্জামান।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার ভোর ৫টার দিকে উপজেলার ঝগড়ারচর বাজারে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এতে পাঁচটি দোকান ও গোডাউনে থাকা চাল, ডাল, ভুসি, খাদ্যপণ্য, কসমেটিকস, তেলসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মেসার্স মুরাদ স্টোরের মালিক মো. মুরাদুজ্জামান বলেন, আমার একটি মুদি দোকান ও দুটি গোডাউনের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার প্রায় ১ কোটি ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি নিঃস্ব হয়ে গেলাম।
মেসার্স অনু এন্টারপ্রাইজের স্বতাধিকার চৈতন্য মোদক বলেন, ভোরে খবর পাই দোকানে আগুন লেগেছে। অগ্নিকাণ্ডে আমার একমাত্র ব্যবসাপ্রতিষ্ঠানের সব মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ৮০-৯০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ব্যবসা ছাড়া আমার জীবনযাপনের আর কিছু যাই। আমি পথে বসে গেলাম। মেসার্স শিহাব স্টোরের মালিক মনিরুজ্জামান বলেন, অগ্নিকাণ্ডে আমার দোকানের সব মালামাল পুড়ে গেছে। এতে আমার প্রায় ৪০-৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ওইসময় ব্যবসায়ীরা সরকারের সহযোগিতা কমনা করেন।
শ্রীবরদী ফায়ার সার্ভিস অফিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. আশরাফ হোসেন বলেন, খবর পেয়ে শ্রীবরদী ও বকশিগঞ্জের তিনটি ইউনিট আগুন নেভাতে সক্ষম হই। কিন্তু তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। তবে ব্যবসায়ীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বাংলাফ্লো/এসকে
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0