মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

রাকসুতে প্রথম দিনেই মনোনয়নপত্র নিলেন ৫ জন

রোববার (২৪ আগস্ট) সকাল ১০টা থেকে মনোনয়ন ফরম বিতরণের কার্যক্রম শুরু হয়।

সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

রাজশাহী:  রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণের প্রথম দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৫ জন প্রার্থী।

রোববার (২৪ আগস্ট) সকাল ১০টা থেকে মনোনয়ন ফরম বিতরণের কার্যক্রম শুরু হয়। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই মনোনয়ন বিতরণ চলে বিকেল ৫টা পর্যন্ত। কেন্দ্রীয় সংসদের মনোনয়নপত্র দেওয়া হয় রাকসু কার্যালয়ে এবং হল সংসদের মনোনয়নপত্র নিজ নিজ হল থেকে সংগ্রহ করেন প্রার্থীরা।

প্রথম দিনে এজিএস (যুগ্ম সাধারণ সম্পাদক) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সজিবুর রহমান, নারী বিষয়ক সম্পাদক পদে মনোনয়ন তুলেছেন বাংলা বিভাগের শিক্ষার্থী নিশা আক্তার। এছাড়াও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, গেমস অ্যান্ড স্পোর্টস সম্পাদক, এবং নির্বাহী সদস্য-১ পদে মনোনয়ন নিয়েছেন আরও তিনজন শিক্ষার্থী।

প্রথম মনোনয়ন নেওয়া এজিএস প্রার্থী সজিবুর রহমান বলেন, এটা একটা ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে। এটি সাধারণ শিক্ষার্থীদের জন্য একটি দলিল হিসেবে থাকবে। যে কোনো যৌক্তিক বিষয়ে আমি একা হলেও দাঁড়ানোর চেষ্টা করেছি। ভয়েজ রেইজ করার চেষ্টা করছি। সাধারণ শিক্ষার্থীদের শক্তি ও সাহস নিয়ে, লেজুড়বৃত্তিক দল ও গোষ্ঠীর বাইরে গিয়ে মনোনয়ন নিয়েছি। আমি শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই।

প্রথম নারী প্রার্থী (নারী বিষয়ক সম্পাদক) হিসেবে মনোনয়ন নেওয়া নিশা আক্তার বলেন, নারী শিক্ষার্থীদের রাকসু নির্বাচনে আগ্রহী করার উদ্দেশ্যে আমি প্রথম নারী শিক্ষার্থীদের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। আমার প্রত্যাশা হলো নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা, নারীর নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষার্থীদের পূর্ণ আবাসিকতার সুযোগ সৃষ্টি করা, হলের ডাইনিংয়ের খাবারের মান উন্নয়ন করা এবং সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য আকাঙ্ক্ষা প্রশাসনের কাছে তুলে ধরা।

সার্বিক বিষয়ে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম বলেন, মনোনয়ন ফরম কম বিতরণ হওয়ার কারণ আমার কাছে যেটা মনে হয়েছে, তা হলো বিশ্ববিদ্যালয়ে যে অচলাবস্থা চলছিল এবং শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি ছিল। এছাড়া প্রথম দিন ছিল, তাই সবাই একটু অবজারভ করেছে। আমরা আশা করছি, আগামী দিনগুলোতে আরও বেশি মনোনয়নপত্র বিতরণ হবে।

উল্লেখ্য, আগামী ২৬ আগস্ট পর্যন্ত চলবে এই মনোনয়নপত্র বিতরণ।

বাংলাফ্লো/এফএ

Leave a Comment

Comments 0