বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ৫ নেতাকর্মীকে বহিষ্কার

শনিবার (২৬ জুলাই) পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের কথা নিশ্চিত করেছে এই দুই ছাত্র সংগঠন। এর আগে ওই বাসা থেকে তাদের আটক করা হয়।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি,

ঢাকা: রাজধানীর গুলশানে সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আটক পাঁচ যুবককে বহিষ্কার করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ।

শনিবার (২৬ জুলাই) পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের কথা নিশ্চিত করেছে এই দুই ছাত্র সংগঠন। এর আগে ওই বাসা থেকে তাদের আটক করা হয়।

বহিষ্কৃতরা হলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য মো. সাকাদাউন সিয়াম ও সাদাব। অপরদিকে গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু ও সদস্য আব্দুর রাজ্জাক বিন সুলাইমানকেও স্থায়ী বহিষ্কার করেছে ছাত্র সংগঠনটি।

থানা পুলিশের ভাষ্যমতে, সম্প্রতি শাম্মী আহমেদের বাসায় গিয়ে সমন্বয়ক পরিচয় দিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে ওই পাঁচ যুবক। তিনি পলাতক থাকায় তার স্বামীর কাছে এই চাঁদা দাবি করা হয়। কয়েক দিন আগে তারা ওই বাসায় গিয়ে ১০ লাখ টাকা নিয়ে আসে।

শনিবার রাত ৮টার দিকে তারা আবার ওই বাসায় যায় স্বর্ণালংকার আনতে। সে সময় বাড়ির লোকজন পুলিশকে খবর দিলে রিয়াদসহ সমন্বয়ক পরিচয় দেওয়া পাঁচ জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0