স্পোর্টস ডেস্ক
ঢাকা: ওয়ানডে ফরম্যাটে রানের হিসেবে এত দিন সবচেয়ে বড় ব্যবধানে হার-জিতের রেকর্ডটা ছিল ৩১৭ রানের। ২০২৩ সালে তিরুবনন্তপুরমে শ্রীলঙ্কাকে এই ব্যবধানে হারিয়েছিল ভারত। সেই রেকর্ডটা ভেঙেছে ইংল্যান্ড। রোববার (৭ সেপ্টেম্বর) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আগে ব্যাট করতে নেমে ৪১৫ রান করার পর প্রোটিয়াদের মাত্র ৭২ রানে গুটিয়ে দিয়ে ৩৪২ রানে জয় পায় ইংলিশরা। ওয়ানডেতে এটাই এখন সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড।
সাউদাম্পটনে জ্যাকব বেথেল ও জো রুটের সেঞ্চুরিতে ভর করে ৫ উইকেটে ৪১৪ রান করেছিল ইংল্যান্ড। রান তাড়ায় ২০.৫ ওভারে ৭২ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে অবশ্য প্রোটিয়াদের ১০ জন ব্যাট করেছে। দলটির অধিনায়ক টেম্বা বাভুমা চোটের কারণে ব্যাট করেননি।
এ নিয়ে ওয়ানডেতে অন্তত পাঁচটি ম্যাচে ৩০০ রানের বেশি ব্যবধানে জিতল কোনো দল। এর মাঝে চারটিই সংঘটিত হয়েছিল ২০২৩ সালে। আবার ভারত-শ্রীলংকার মাঝে এক সিরিজেই দুইবার এমন ঘটনার স্বাদ পেয়েছিলেন ক্রিকেটভক্তরা। সেবার মুম্বাইয়ে লংকানদের ৩০২ রানে হারানোর পর তিরুবনন্তপুরমে ৩১৭ রানে হারিয়েছিল ভারত। যা এতদিন রানের দিক থেকে সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড ছিল।
এছাড়া ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে দিল্লিতে নেদারল্যান্ডসকে ৩০৯ রানে হারিয়েছিল অস্ট্রেলিয়া। যা সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ডে তৃতীয়স্থানে রয়েছে। চতুর্থ স্থানে আছে জিম্বাবুয়ে। ঘরের মাঠ হারারে স্পোর্টস ক্লাবে যুক্তরাষ্ট্রকে ৩০৪ রানের বড় ব্যবধানে হারিয়েছিল দলটি।
বাংলাদেশ নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রানের ব্যবধানে জয়ও পেয়েছে ২০২৩ সালে। সে বছর সিলেটে আয়ারল্যান্ডকে ১৮৩ রানে হারিয়েছিল টাইগাররা। একই ভেন্যুতে ২০২০ সালে জিম্বাবুয়েকে ১৬৯ রানে হারিয়েছিল বাংলাদেশ। ২০১৮ সালে শ্রীলংকার বিপক্ষে মিরপুরে ১৬৩ রানের জয় এই তালিকার তৃতীয় স্থানে আছে।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0