জেলা প্রতিনিধি
ফেনী: ভারতের মনুমুখ ও উদয়পুর থেকে আটক হওয়া পাঁচ বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। পরে রাতে বিজিবি তাদেরকে ফেনী মডেল থানায় সোপর্দ করে।
হস্তান্তরকৃতরা হলেন— ফেনীর পরশুরাম উপজেলার উত্তর গুথুমা গ্রামের সাইদুজ্জামান ভূঞা (২৯), একই উপজেলার নিজকালিকাপুর গ্রামের মো. এমদাদ হোসেন (২৭), ফেনীর ছাগলনাইয়া উপজেলার দূর্গাপুর সিংহ নগরের মো. গিয়াস উদ্দিন (২৯), নওগাঁ জেলার মো. রাফি (২৫) এবং চাঁদপুর জেলার কদরা গ্রামের আবুল বাশার (৫৫)। তারা সবাই কাজের খোঁজে ভারতে গিয়ে স্থানীয় পুলিশের হাতে আটক হয়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ করেন।
পুলিশ ও বিজিবি সূত্র জানায়, সাইদুজ্জামান, এমদাদ, গিয়াস ও রাফিকে ১২ এপ্রিল ভারতের মনুমুখ এলাকা থেকে আটক করা হয়। অবৈধভাবে প্রবেশের দায়ে তারা তিন মাস কারাগারে থাকার পর মুক্তি পান এবং পরে কোয়ারেন্টাইনে রাখা হয়। অপরদিকে, আবুল বাশারকে ৯ জুন উদয়পুর থেকে গ্রেফতার করা হয় এবং তিনি এক মাস কারাগারে ছিলেন।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, বিজিবির মাধ্যমে ৫ জন বাংলাদেশি নাগরিককে থানায় সোপর্দ করা হয়েছে। আমরা তাদের নাম ঠিকানা যাচাই করে দেখছি। তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ বিষয়ে পরবর্তী নির্দেশনা অনুযায়ী কাজ করা হবে।
উল্লেখ্য, এর আগে ফেনীর সীমান্ত এলাকা দিয়ে বিএসএফ চার দফায় ৬৭ বাংলাদেশিকে পুশ-ইন করেছিল। জাতীয় ও আন্তর্জাতিক সমালোচনার পর এবার আনুষ্ঠানিক পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের বিজিবির হাতে হস্তান্তর করা হলো।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0