মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

ফেনীতে ব্যবসায়ীর ৪৫০টি মোবাইল চুরি, মামলা দায়ের

শহরের শেখ আকিলা মার্কেটের একটি দোকান থেকে অন্তত ৪৫০টির বেশি মোবাইল ফোনসহ নগদ টাকা ও মালামাল লুট করেছে সংঘবদ্ধ একটি চোরচক্র।

ছবি: বাংলাফ্লো

জেলা প্রতিনিধি

ফেনী: ফেনীর সোনাগাজীতে এক ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। শহরের শেখ আকিলা মার্কেটের একটি দোকান থেকে অন্তত ৪৫০টির বেশি মোবাইল ফোনসহ নগদ টাকা ও মালামাল লুট করেছে সংঘবদ্ধ একটি চোরচক্র। ঘটনাটি ঘটেছে বুধবার (২০ আগস্ট) ভোরে।

ভুক্তভোগী ব্যবসায়ী সজিবুল ইসলাম পলাশ জানান, প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে বাসায় ফিরে যান। সকালে এসে দেখেন দোকানের তালা কাটা। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, অন্তত ছয়জন এ ঘটনায় জড়িত ছিলেন। তাদের মধ্যে দুজন দোকানের ভেতরে প্রবেশ করে ব্যাগে মালামাল ভরে নেয়, অন্যরা বাইরে অবস্থান করে।

তিনি বলেন, দোকান থেকে ৪০০টির বেশি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন, ৫০টি সার্ভিসিংয়ের জন্য দেওয়া গ্রাহকের মোবাইল, ৫০টি হাতঘড়ি ও ক্যাশবাক্সে থাকা নগদ প্রায় ৫ লাখ টাকা নিয়ে গেছে। সব মিলিয়ে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।

এ ঘটনায় বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় ছয়জনকে অজ্ঞাত আসামি করে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

সোনাগাজী বাজার বণিক সমিতির সভাপতি মো. নুর নবী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। এটি অত্যন্ত দুঃখজনক ও পরিকল্পিত ঘটনা বলেই আমাদের ধারণা। বাজারের পাহারাদার ভোর ৬টা পর্যন্ত দায়িত্বে ছিলেন, কিন্তু চুরির ঘটনা ঘটে সকাল সাড়ে ৬টার দিকে। সম্ভবত বাইরের কোনো চোরচক্র এ ঘটনার সঙ্গে জড়িত। ভুক্তভোগী ব্যবসায়ীর সঙ্গে কথা হয়েছে। বাজারে চুরি প্রতিরোধে শিগগিরই কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজীদ হোসেন আকন বলেন, চুরির ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী থানায় একটি মামলা করেছেন। তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

থানার কাছাকাছি এলাকায় চুরির ঘটনায় তিনি আরও বলেন, চুরির ঘটনা ভোরবেলায় ঘটে, তখন বাজারের নাইট গার্ড থাকে না এবং পুলিশ ধীরে ধীরে উইথড্র হতে থাকে। সিসিটিভি ফুটেজ থেকে কাউকে শনাক্ত করা হয়েছে কিনা জানতে চাইলে ওসি বলেন, আপনি যেটি দেখেছেন, আমিও সেটি দেখেছি। আমরা তদন্ত করছি।

বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0